আইপিএলের শুরুতে নেই মালিঙ্গা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম ৬ ম্যাচ খেলবেন না তারকা পেসার লাসিথ মালিঙ্গা। শ্রীলঙ্কা দলের নির্বাচকরা তাদের খেলোয়াড়দের নির্দেশ নিয়েছেন বিশ্বকাপ দলে জায়গা করে নিতে অবশ্যই প্রাদেশিক টুর্নামেন্টে খেলতে হবে।
মালিঙ্গা সেই নির্দেশ মেনে নিয়েছেন। এদিকে, মালিঙ্গাকে ২কোটি রুপিতে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে টুর্নামেন্টের এক তৃতীয়াংশ দলের বাইরে থাকবেন তিনি। শ্রীলঙ্কার ঘরোয়া ওয়ানডে লিগে তিনি গল দলের নেতৃত্ব দেবেন।

শ্রীলঙ্কার এই প্রাদেশিক ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট চলবে ৪ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত। ক্রিকইনফোর সাথে আলাপকালে আইপিএলের প্রথম ভাগে না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন মালিঙ্গা নিজেই।
'আমি আইপিএলে খেলার জন্য আনাপত্তি পত্র চেয়েছিলাম এবং তারা বলেছে ঠিক আছে কিন্তু বিশ্বকাপে যেতে চায় যেসব খেলোয়াড় তাদের প্রাদেশিক টুর্নামেন্ট খেলতে হবে।'
মালিঙ্গা বোর্ডের এই সিদ্ধান্ত আইপিএল এবং মুম্বাই ইন্ডিয়ান্সকে জানাতে বলেছেন তাদের। দেশের সার্থে আইপিএল বিসর্জন দিতে তিনি রাজি আছেন বলেও জানিয়েছেন লঙ্কান এই পেসার।
'তাই তাদের বলেছি, আমি প্রাদেশিক টুর্নামেন্টে খেলবো এবং আমি বোর্ডকে বলেছি আইপিএল এবং মুম্বাই ইন্ডিয়ান্সকে এটা জানাতে। যে এটা তাদের সিদ্ধান্ত।'