আশরাফুলের পর বিজয়

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) ইতিহাসে টানা তিন সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়েছেন এবারের আসরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলা এনামুল হক বিজয়। রুপগঞ্জ এবং শেখ জামালের বিপক্ষে গত দুই ম্যাচে সেঞ্চুরি পাওয়া বিজয় আজ আবাহনীর বিপক্ষে তুলে নিয়েছেন লিস্ট 'এ' ক্রিকেটে তাঁর ১২তম সেঞ্চুরি।

এরই সাথে মোহাম্মদ আশরাফুলের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়েন প্রাইম ব্যাংকের অধিনায়ক। লিস্ট 'এ' ক্রিকেটে বিজয়ের আগে টানা তিন ম্যাচে সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আশরাফুল। গত ডিপিএলের আসরে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে খেলতে নেমে নিজেদের শেষ তিন ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি।
এবার ঠিক পরের আসরেই একই কীর্তি গড়ে আশরাফুলের সাথে রেকর্ড বুকে জায়গা করে নিলেন বিজয়। ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে এদিন আবাহনীর বিপক্ষে ১২৫ বলে সেঞ্চুরি পান বিজয়। ইনিংসের ৪২তম ওভারে সানজামুল ইসলামের করা বলে ছয় হাঁকিয়ে সেঞ্চুরি পূরণ করেন তিনি।
এবারের ডিপিএল আসরের প্রথম কয়েকটি ম্যাচে খুব একটা ভালো করতে পারেননি বিজয়। প্রথম পাঁচ ম্যাচে তাঁর সংগ্রহ ছিলো যথাক্রমে ৬, ৩৭, ১২, ৩৭ এবং ২৮ রান। তবে নিজের ষষ্ঠ ম্যাচে এসে দারুণভাবে জ্বলে ওঠেন তিনি। লিজেন্ডস অফ রুপগঞ্জের বিপক্ষে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেন বিজয় সেই ম্যাচে। এরপর শেখ জামালের বিপক্ষে সপ্তম ম্যাচে আবারও সেঞ্চুরি হাঁকান এই ডানহাতি।
উল্লেখ্য বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে লিস্ট ‘এ’ ক্রিকেটে সবথেকে বেশি শতক হাঁকানোর রেকর্ডটি তামিম ইকবালের দখলে। সর্বমোট ১৬টি শতক রয়েছে তাঁর লিস্ট 'এ' ক্রিকেটে। আবাহনীর বিপক্ষে সেঞ্চুরির হ্যাট্রিক গড়া বিজয় রয়েছেন এরপরের স্থানটিতে। তালিকার তিন নম্বরে ১০টি সেঞ্চুরি নিয়ে একই সাথে রয়েছেন মুশফিকুর রহিম এবং মোহাম্মদ আশরাফুল।