ওভারে ছয় ছক্কা, ২৫ বলে সেঞ্চুরি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মাত্র ২৫ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলের সাবেক ব্যাটসম্যান উইল জ্যাকস। দুবাইয়ে অনুষ্ঠিত প্রাক-মৌসুম টি-টেন ম্যাচে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে দারুণ এই কীর্তি গড়েন সারের হয়ে খেলা ২০ বছর বয়সী ইংলিশ। তাঁর ব্যাট থেকে শেষ পর্যন্ত এসেছিলো ৩০ বলে ১০৫ রান। যেখানে ছিলো ১১টি ছয় এবং ৮টি চার।
তবে দুঃখের বিষয় এই ম্যাচটি আইসিসি স্বীকৃত না হওয়ায় রেকর্ডের খাতায় লেখা থাকছে না। ম্যাচটিতে ১১টি ছয় হাঁকানো জ্যাকস প্রতিপক্ষ দলের বোলার স্টিফেন পেরির এক ওভারেই হাঁকিয়েছিলেন ছয়টি ছয়! সেই ওভারটিতে ৩৭ রান গুনেছিলেন পেরি। জ্যাকসের এই তান্ডবে ১০ ওভারে ১৭৬ রান সংগ্রহ করেছিলো সারে।

এদিকে আইসিসি একাডেমী মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে ব্যাট হাতে ঝড় তোলার পর তরুণ এই ব্যাটসম্যান জানিয়েছেন সেঞ্চুরি করার চিন্তা থেকে এদিন খেলেননই তিনি। খেলাটিকে উপভোগের মন্ত্র হিসেবে দেখেছিলেন এই তরুণ। ম্যাচ শেষে তিনি বলেছেন,
'সবাই বলাবলি করছিল যে এই মাঠে গড় রান ১২০ থেকে ১৩০। তাই মজা করে আমি চেষ্টা করছিলাম। আমি আসলে সেঞ্চুরির বিষয়টি নিয়ে ভাবিনি। তবে ৯৮ হওয়ার পর সেঞ্চুরির বিষয়টি মাথায় এসেছে। এটা আসলে খুবই দ্রুত ঘটেছে।'
উল্লেখ্য আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে কম বলে সেঞ্চুরির রেকর্ডটি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সাবেক ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের। ২০১৫ বিশ্বকাপে উইন্ডিজদের বিপক্ষে মাত্র ৩১ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মিস্টার ৩৬০ ডিগ্রি খ্যাত এই ব্যাটসম্যান।
তবে পেশাদার ক্রিকেটে সবথেকে দ্রুত সেঞ্চুরি হাঁকানোর কীর্তি রয়েছে ক্যারিবিয়ান ব্যাটিং ঝড় ক্রিস গেইলের। ২০১৩ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলা গেইল ৩০ বলে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন।