promotional_ad

শুধু উইলিয়ামসন নয়, দলে সাকিব-ওয়ার্নারের মত নেতা আছেঃ মুডি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


সানরাইজার্স হায়দ্রাবাদ দলটিতে কেন উইলিয়ামসন ছাড়াও নেতৃত্ব দেয়ার মতো ক্রিকেটারের অভাব নেই, বিশ্বাস দলটির কোচ টম মুডির। সাকিব আল হাসান এবং ডেভিড ওয়ার্নারদের মতো ক্রিকেটাররাও প্রয়োজনে সামনে থেকে নেতৃত্ব দেয়ার ক্ষমতা রাখেন দলকে।


আর সেই কারণে আইপিএল শুরুর একদিন আগে হায়দ্রাবাদ কোচের কণ্ঠে ফুটে উঠেছে আত্মবিশ্বাস। নেতৃত্ব দেয়ার মতো ক্ষমতাসম্পন্ন একাধিক ক্রিকেটার পাওয়ায় উচ্ছ্বসিত এই অস্ট্রেলিয়ান কোচ। সাকিব ওয়ার্নাদের নিয়ে মুডি বলেছেন,



promotional_ad

'আমাদের অনেক ক্রিকেটার আছে যাদের আন্তর্জাতিক অভিজ্ঞতা আছে। আমাদের দলে সাকিব আল হাসান আছে, ডেভিড ওয়ার্নার, মানিশ পান্ডে আছে আমাদের দলে, যে কিনা কিছুদিন আগে অধিনায়ক হিসেবে ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্ট জিতেছে। আরও অনেকেই আছে।'


দলকে নেতৃত্ব দেয়ার ক্ষমতাসম্পন্ন একাধিক ক্রিকেটার থাকার এই বিষয়টি স্বাদরে গ্রহণ করবেন কেন উইলিয়ামসন বলেও বিশ্বাস করেন মুডি। তাঁর মতামত দলের সাফল্য নিশ্চিত করার জন্য একজন অধিনায়কের ওপর নির্ভর করাটা সমীচীন নয় মোটেই। হায়দ্রাবাদ কোচের ভাষায়,   


'আমাদের দলে নেতৃত্ব দেয়ার মত অনেক ক্রিকেটার আছে, যারা আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন খেলে আসছে। যেই দলই সফল হবে তাদের দলে এই বিষয়টি থাকতে হবে। একজন নেতার ওপর নির্ভরশীল হওয়া চলবে না। আমি মনে করি কেন উইলিয়ামসন নেতা হিসেবে এই বিষয়টিকে স্বাদরে গ্রহন করবে।  এত এত নেতা দলের মধ্যে পাওয়ায় স্কোয়াডও উপকৃত হবে।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball