সাকিব-রশিদে মুরলির আস্থা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২৩শে মার্চ থেকে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) আসরে সাকিব আল হাসান এবং রশিদ খানদের মতো বিশ্বমানের ক্রিকেটারদের ওপর আস্থা রাখছেন সানরাইজার্স হায়দ্রাবাদ দলের বোলিং কোচ মুত্তিয়া মুরলিধরণ।
গত আসরে বেশ কয়েকটি লো স্কোরিং ম্যাচে দারুণ বোলিংয়ের কল্যাণে জয় ছিনিয়ে আনতে সক্ষম হয়েছিলো হায়দ্রাবাদ। একই সাথে টুর্নামেন্টের ফাইনালেও পা রেখেছিলো তারা। সেবার প্রথমবারের মতো হায়দ্রাবাদের জার্সিতে মাঠে নেমে দারুণ পারফর্মেন্স উপহার দিয়েছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব।

বল হাতে ১৭ ম্যাচে ১৪ উইকেট শিকার করেন তিনি। অপরদিকে আফগান স্পিনার রশিদ ২১ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন। আর সেই কারণেই হায়দ্রাবাদ দলটিকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী মুরলি। তিনি বলেছেন,
'গত বছর ওরা দেখিয়ে দিয়েছে লো স্কোরিং ম্যাচে গুলো জয় করে, উইকেট নেয়া কত গুরুত্বপূর্ণ। চাপ যে কোনো সময় আসতে পারে। আমি নিশ্চিত ওরা সময় মত তৈরি থাকবে। গত বছরও ওরা মানিয়ে নিয়েছে চাপের সাথে, এবারো পারবে। সবারই গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে যা তাদের পালন করতে হবে। আপনি আলাদা করতে পারবেন না কাউকে, একজন সব কাজ করে দেবে না। আমরা তাদের ওপর বিশ্বাস রাখি, এই জন্যই তাদের অকশন থেকে দলে নেয়া।'
সময়মতো উইকেট শিকার করার মতো বোলারের অভাব নেই হায়দ্রাবাদ দলটিতে। আছেন বিলি স্ট্যানলেক কিংবা ভুবনেশ্বর কুমারের মতো তারকারাও। সুতরাং সাফল্য পাওয়ার জন্য বোলারদের ওপরে আস্থা রাখছেন লঙ্কান কিংবদন্তী। তাঁর ভাষ্যমতে,
'আমাদের উইকেট নেয়ার মতন বোলার আছে। আমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। কারন উইকেট নিলেই ম্যাচ জেতা সম্ভব। আমরা জানি ওরা সময় মত দলের হয়ে পারফর্ম করবে। আমি মনে করি এই মৌসুম আমাদের জন্য দারুণ কাটবে।'
উল্লেখ্য এর আগের আইপিএল আসরে দারুণ খেলে ফাইনালে পা রেখেছিলো কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দ্রাবাদ। কিন্তু চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে রানার্স আপ হয় তারা। সেবারই কলকাতা নাইট রাইডার্স থেকে হায়দ্রাবাদ শিবিরে যোগ দিয়েছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব।