বোলারদের নৈপুণ্যে বিকেএসপিকে হারালো খেলাঘর

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে বোলারদের নৈপুণ্যে লো স্কোরিং ম্যাচে বিকেএসপির বিপক্ষে ২৭ রানের জয় পেয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। খেলাঘরের দেয়া ২১৩ রানের জবাবে বিকেএসপির ইনিংস থেমেছে ১৮৫ রানে।
মাঝারি লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বিকেএসপি। দলীয় ৪০ রানের মধ্যেই তারা শীর্ষ ৩ ব্যাটসম্যানকে হারায়। মাহিদুল হাসান জয় মাত্র ১ রান করে আউট হয়েছেন। তাকে রবিউল ইসলাম রবি লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন।
৯ রান করে ফিরেছেন আমিনুল ইসলাম। তাকে আউট করেছেন রবিউল হক। রাতুল খান দারুণ শুরু করলেও ১৯ রান করে তিনিও আউট হয়ে যান রবির বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে। চতুর্থ উইকেটে দলের হাল ধরেন শামিম হোসেন ও আকবর আলী।
চতুর্থ উইকেটে এই দুজনে যোগ করেন ৩৮ রান। আকবর ফিরেছেন ১৫ রান করে। এরপর কাইয়ুমকে নিয়ে আরেকটি জুটি গড়েন শামিম। কাইয়ুম আউট হয়েছেন ২২ রান করে। এরপর টিকতে পারেননি শামিমও।
অর্ধশতক তুলে নিয়ে তিনি ফিরেছেন ৫৬ রান করে। শেষ দিকে পারভেজ ইমন ২০ ও সুমন খান অপরাজিত ২৪ রানের ইনিংস খেললেও দলকে জেতাতে পারেননি। নির্ধারিত ৫০ ওভারে বিকেএসপি সংগ্রহ করে ৯ উইকেট হারিয়ে ১৮৫ রান।

খেলাঘরের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন রবিউল হক, রবিউল ইসলাম, ইফরান হোসেন ও মাসুম খান। ১টি উইকেট গেছে তানভীর ইসলামের ঝুলিতে। এর আগে, টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয় নি খেলাঘরের।
স্কোরবোর্ডে ১৩ রান যোগ করতেই ওপেনার সাদিকুর রহমানকে ৮ রানে বিদায় করেন শামিম হোসেন। দ্বিতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন ওপেনার রবিউল ইসলাম এবং মাহিদুল ইসলাম অঙ্কন।
দুজন মিলে এই জুটিতে যোগ করেন ১২০ রান। ব্যক্তিগত ৪৯ রানে থাকা অবস্থায় হাসান মুরাদের বলে লেগ বিফরের ফাঁদে পড়েন এই উইকেট রক্ষক। ফিফটি তুলে নেয়া ওপেনার রবি বিদায় নেন ৭৫ রানে।
এই দুজনের বিদায়ে ম্যাচের নিয়ন্ত্রন হারিয়ে বসে খেলাঘর। মিডেল অর্ডার ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারেন নি দলের পক্ষে। ১৯৭ রানের মধ্যে ৭ ব্যাটসম্যানকে হারিয়ে অল আউটের শঙ্কা দেখা দেয় খেলাঘর শিবিরে।
শেষের দিকে রবিউল ইসলামের ১৯ এবং মাসুম খানের ১০ রানের উপর ভর করে ২১২ রানের পুঁজি পায় খেলাঘর। হাসান মুরাদ দলের পক্ষে নেন সর্বোচ্চ ৩টি উইকেট।
সংক্ষিপ্ত স্কোরঃ
খেলাঘরঃ ২১২/৮ (৫০ ওভার)
(রবি ৭৫, মাহিদুল ৪৯; মুরাদ ৩/৩৩, শামিম ২/৩১)
বিকেএসপিঃ ১৮৫/৯ (৫০ ওভার)
(শামিম ৫৬, কাইয়ুম ২২, সুমন ২৪*; রবি ২/২৮, তানভির ২/১৯)