বিকেএসপিতে ব্রাদার্সের মুখোমুখি উত্তরা

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরে শুরুটা ভালো হয়নি নবাগত উত্তরা স্পোর্টিং ক্লাবের। তারা ৩ ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র ১টি ম্যাচে। নিজেদের চতুর্থ ম্যাচে বুধবার মাঠে নামছে দলটি।
এই ম্যাচে তাদের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৩ নম্বর মাঠে অনুষ্ঠিত হবে দুই দলের ম্যাচটি। ম্যাচটি শুরু হবে সকাল ১০ টায়।
৩টি ম্যাচ খেলে ১টি ম্যাচে জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়নও। অন্য দলগুলোর তুলনায় কিছুটা অনভিজ্ঞ ব্রাদার্স ইউনিয়ন। দলের প্রধান দুর্বলতা অনভিজ্ঞ বোলিং লাইনআপ।

ব্রাদার্স নিজেদের প্রথম ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে হেরেছিল ৩ উইকেটে। দ্বিতীয় ম্যাচে তারা শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে।
তৃতীয় ম্যাচে আবার আবাহনীর বিপক্ষে হারে ১৪ রানের ব্যবধানে হারে দলটি। এদিকে উত্তরা নিজেদের একমাত্র জয়টি পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে।
তারা দলটিকে হারিয়েছে ৯ রানের ব্যবধানে। দুই দলই এই ম্যাচে জয় দিয়ে শিরোপার লড়াইয়ে টিকে থাকতে চাইবে।
ব্রাদার্স ইউনিয়নঃ ফজলে রাব্বি, মোহাম্মদ শরিফুল্লাহ, নাঈম ইসলাম জুনিয়র, এবাদত হোসেন, হামিদুল ইসলাম হিমেল, আশিকুজ্জামান আশিক, হাবিবুর রহমান জনি, জুনায়েদ সিদ্দিকি, মিজানুর রহমান, ইয়াসির আলি চৌধুরী, মোহাম্মদ শাহজাদা।
উত্তরা স্পোর্টিং ক্লাবঃ মোহাইমিনুল খান (অধিনায়ক), তানজিদ হাসান, আনিসুল ইসলাম ইমন, জনি তালুকদার, মিনহাজ খান রিফাত, নাইমুল ইসলাম, আব্দুর রশিদ, সোহেল রানা, নাহিদ হাসান, শাকির হোসেন শুভ্র, সাজ্জাদ হোসেন, জাহানগীর আলম, শেখ হুমায়ুন।