সৌম্যর ব্যাটে রান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ফতুল্লায় চলতি ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) আবাহনী লিমিটেডকে ২০৪ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। সেই লক্ষ্যে এখন ব্যাট করছে আবাহনী লিমিটেড।
সৌম্যর ব্যাটে রানঃ
আবাহনীর পক্ষে ইনিংসের শুরুটা দারুণ করেছেন দুই ওপেনার সৌম্য সরকার এবং ওয়াসিম জাফর। দুজনের ব্যাটে জয়ের লক্ষ্যে এগোচ্ছে আবাহনী। হাত খুলে না খেললেও ধীরগতিতে স্কোরবোর্ডে রান যোগ করছেন দুজন।

সংক্ষিপ্ত স্কোরঃ
শাইনপুকুরঃ ২০৩/৯ (৫০ ওভার)
(আফিফ ৪৮), (মোসাদ্দেক ৩/৪১)
আবাহনীঃ ৬১/০ (১৭ ওভার)
(সৌম্য ৩৩, জাফর ২৮)