আবাহনীকে মাঝারি লক্ষ্য দিয়েছে শাইনপুকুর

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
ফতুল্লায় চলতি ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) মাঠে নেমেছে আবাহনী লিমিটেড এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ম্যাচটিতে টসে জিতে শাইনপুকুরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন আবাহনীর দলপতি মোসাদ্দেক হোসেন সৈকত।
মোসাদ্দেকের ঘূর্ণিঃ
১২৯ রানে ৫ ব্যাটসম্যানকে হারানোর খানিকপর শুভাগত হোমের উইকেট হারিয়ে ২০০'র আগে অলআউটের শঙ্কা জাগে শাইনপুকুর শিবিরে। সেখান থেকে হাল ধরে খেলে দলকে টেনে নিয়ে যেতে থাকেন ধীমান ঘোষ।
কিন্তু বোলিংয়ে এসে তাঁকে ২২ রানে ফিরিয়ে দলে শেষ পর্যন্ত নীচের সারির ব্যাটসম্যানদের ছোট ছোট পুঁজিতে ২০০ পার করে শাইনপুকুর। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০১ রানের পুঁজি পায় তাঁরা।

আফিফ-তৌহিদের জুটিঃ
৪০ রানে ৩ উইকেট হারালেও তৌহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে দারুণ একটি জুটি গড়েছিলেন শাইনপুকুর দলপতি আফিফ হোসেন। ব্যক্তিগত অর্ধশতকের দিকেও হাঁটছিলেন তিনি।
কিন্তু ৪৮ রানে থাকা অবস্থায় মোসাদ্দেক হোসেনের বলে লেগ বিফরের ফাঁদে পড়েন এই বাঁহাতি ব্যাটসম্যান। তিনি বিদায় নেয়ার খানিক পরই নাজমুল ইসলাম অপুর বলে মাশরাফি বিন মর্তুজার হাতে ক্যাচ দিয়ে বসেন তৌহিদ হৃদয়। তাঁর ব্যাট থেকে আসে ৩৯ রান।
রুবেলের তোপঃ
টসে হেরে ব্যাট করতে নামা শাইনপুকুরের ব্যাটসম্যানরা শুরু থেকেই আবাহনীর পেসার রুবেল হোসেনের বিপক্ষে সুবিধা করতে পারেন নি। স্কোরবোর্ডে ২০ রান যোগ করেন ডানহাতি এই পেসারকে উইকেট ছুঁড়ে দিয়েছেন ওপেনার সাব্বির হোসেন এবং ভারতীয় রিক্রুট উদয় কউল।
খানিকপর দলীয় ৪০ রানে রান আউটের ফাঁদে পড়ে সাজঘরে ফিরেছেন আরেক ওপেনার সাদমান ইসলাম অনিক। ৩ উইকেট হারালেও অধিনায়ক আফিফ হোসেন এবং তৌহিদ হৃদয় মিলে হাল ধরেছিলেন শাইনপুকুরের।
সংক্ষিপ্ত স্কোরঃ
শাইনপুকুরঃ ২০৩/৯ (৫০ ওভার)
(আফিফ ৪৮), (মোসাদ্দেক ৩/৪১)