ছয় মেরে নাদিফের অর্ধশতক

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
মোহামেডানঃ ২৬২/৫, ৪৭ ওভারে
(নাদিফ চৌধুরী ৫৮*, সোহাগ গাজী ১৪* ; মোহাম্মদ শহিদ ১/৩২, রিশি ধাওয়ান ১/১৪)
নাদিফের ১২তম অর্ধশতকঃ মুক্তার আলিকে লং অনের উপর দিয়ে ছয় মেরে লিস্ট 'এ' ক্যারিয়ারের ১২তম অর্ধশতক তুলে নিয়েছেন ডানহাতি ব্যাটসম্যান নাদিফ চৌধুরী। দুই ছয় এক চারে মুক্তার আলির সেই ওভারে ১৮ রান তুলে নিয়েছেন নাদিফ।
তাঁর সাথে উইকেটে আছেন সাত নম্বরে নামা সোহাগ গাজী। বর্তমানে তিনি ১৪ রানে ব্যাটিং করেছেন তিনি। নাদিফ ব্যাটিং করছেন ৪২ বলে ৫৮ রানে।

ফিরলেন মজিদঃ ফাইন লেগে থাকা ফিল্ডার নাবিল সামাদের দুর্দান্ত এক ক্যাচে সাজঘরে ফিরেছেন অসাধারণ ব্যাটিং করতে থাকা ব্যাটসম্যান আব্দুল মজিদ। ১২৬ বলে ১০৭ রান করে ফিরেছেন তিনি।
দারুণ ব্যাটিং করা এই ব্যাটসম্যানের ইনিংসটি সাজানো ছিল পাঁচটি চার এবং তিনটি ছয়ে। উইকেটে দুই ব্যাটসম্যান হিসেবে আছেন নাদিফ এবং সোহাগ গাজী।
সপ্তম শতক মজিদেরঃ মোহাম্মদ শহিদকে থার্ড ম্যান অঞ্চল দিয়ে চার মেরে ১১৯ বলে লিস্ট 'এ' ক্যারিয়ারের সপ্তম শতক তুলে নিয়েছেন মোহামেডানের ওপেনার আব্দুল মজিদ। পাঁচ চার তিন ছয়ে বর্তমানে ১০৩ রানে ব্যাটিং করছেন তিনি।
নব্বইয়ের ঘরে মজিদঃ মোহামেডানের হয়ে দুর্দান্ত ব্যাটিং করে যাচ্ছেন আব্দুল মজিদ। ইতিমধ্যে নব্বয়ের ঘরে পৌঁছে গেছেন তিনি। ১১৩ বলে ৯২ রানে ব্যাটিং করছেন তিনি।
তাঁর সাথে দলের রান বাড়াতে সাহায্য করছেন নাদিফ চৌধুরী। তিনি ব্যাটিং করছেন ১৪ রানে।
শুক্কুরের বিদায়ঃ মজিদকে দারুণ সঙ্গ দিয়ে যাচ্ছিলেন ইরফান শুক্কুর। চতুর্থ উইকেটে ৪৬ রানের জুটি গড়েছিলেন দুইজন। কিন্তু রানআউটের কবলে পড়ে ৩৩ বলে ২৫ রান করতেই সাজঘরে ফিরতে হয়েছে তাঁকে।
থার্ড ম্যান থেকে লিজেন্ডস অব রূপগঞ্জের আজমির আহমেদের থ্রো'তে সাজঘরের পথ ধরতে হয়ে এই বাঁহাতি ব্যাটসম্যানকে। নতুন ব্যাটসম্যান হিসেবে নেমেছেন নাদিফ চৌধুরী।
মজিদের অর্ধশতকে এগোচ্ছে মোহামেডানঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে নামা ডানহাতি ব্যাটসম্যান আব্দুল মজিদের ব্যাটে ভর করে এগোচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। একপ্রান্ত ধরে রেখে ইতিমধ্যে লিস্ট 'এ' ক্যারিয়ারের ১৮তম অর্ধশতক তুলে নিয়েছেন তিনি।
৯০ বল খেলেছেন অর্ধশতক হাঁকাতে। একটি চার এবং একটি ছয়ের মার এসেছে তাঁর ব্যাট থেকে। মজিদকে সঙ্গ দিয়ে যাচ্ছেন ইরফান শুক্কুর।