প্রোটিয়াদের বিশ্বকাপ সেমিফাইনালে দেখছেন মালিঙ্গা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী ৩০ মে পর্দা উঠছে ওয়ানডে বিশ্বকাপের। আসন্ন এই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে সেমিফাইনালে দেখছেন শ্রীলঙ্কা দলের টি-টুয়েন্টি দলপতি লাসিথ মালিঙ্গা।
সদ্যই প্রোটিয়াদের বিপক্ষে ৫-০ ব্যবধানে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে মালিঙ্গার দল শ্রীলঙ্কা। লঙ্কান দলপতির বিশ্বাস প্রোটিয়া দলের লড়াকু মানসিকতার সাথে ম্যাচ জেতানোর মতো খেলোয়াড় আছে।

‘বিশ্বকাপে কি হবে আপনি বলতে পারবেন না। নির্দিষ্ট দিনে যে ভালো খেলবে, সে-ই জিতবে। তাদের লড়াকু মানসিকতা এবং ম্যাচ জেতানোর মতো খেলোয়াড় আছে, একটি দলে এসবই দরকার। আমার মনে হয়, তাদের সেরা চারে থাকার ভালো সম্ভাবনা আছে।’
বাউন্সি উইকেটে উপমহাদেশের দলগুলোর বরাবরই লড়াই করতে হয়। বিশ্বকাপ যেহেতু অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের মাটিতে তাই দক্ষিণ আফ্রিকার ভালো সুযোগ আছে বলে মনে করেন মালিঙ্গা। তাদের ভালো মানের ফাস্ট বোলার আছে যারা বুদ্ধিমান ও সামর্থ্যবান।
তাদের উইকেট নেয়ার দক্ষতা ও বোলিং আক্রমণ কাজে লাগিয়ে প্রোটিয়ারা সফল হবে বলেই বিশ্বাস মালিঙ্গার। সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে প্রোটিয়া পেস বোলারদের দারুণ দাপট দেখেছেন মালিঙ্গা। তাই এই ধারণা হয়েছে তাঁর।
‘বিশ্বকাপে এই ধরণের কন্ডিশনই থাকবে। তাদের ভালোমানের ফাস্ট বোলার আছে যারা বুদ্ধিমান এবং সামর্থ্যবান। তারা জানে কিভাবে সামর্থ্যের ব্যবহার করতে হয়, যে বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ। তাদের উইকেট নেয়ার মতো এবং ভালো মানের বোলিং আক্রমণ আছে।’