সৌম্যদের মাঠে ফেরার পরামর্শ দিলেন মাশরাফি
ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার পর বাংলাদেশ দলের ক্রিকেটারদের খেলা থেকে দূরে থাকতে বলেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মনে করেন ক্রিকেট মাঠে ফেরাই এই মানসিক দুশ্চিন্তা থেকে ফিরে আসার সর্বোত্তম পন্থা।
তাই তিনি জাতীয় দলের ওপেনার সৌম্য সরকারকে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসরে যত দ্রুত সম্ভব যোগ দেয়ার পরামর্শ দিয়েছেন। অবশ্য চূড়ান্ত সিদ্ধান্তের ভার সৌম্যর কাঁধে ছেড়ে দিয়েছেন তিনি।

'আমি মনে করি এই মানসিক সমস্যা থেকে বের হয়ে আসার জন্য ক্রিকেট মাঠে ফেরাই সর্বোত্তম পন্থা। কারণ আপনি যদি নিজেকে আটকে রাখেন তাহলে এটা থেকে বেরিয়ে আসা কষ্টকর হবে। তাই আমি সৌম্যকে পরামর্শ দিয়েছি যত দ্রুত সম্ভব ডিপিএলে যোগ দেয়ার জন্য। চূড়ান্ত সিদ্ধান্ত তার উপরই নির্ভর করছে।'
মাশরাফির পরামর্শ মেনে মঙ্গলবারই ঢাকা প্রিমিয়ার লিগে মাঠে নামতে চলেছেন সৌম্য। তিনি খেলবেন আবাহনী লিমিটেডের হয়ে। আবাহনীর হয়ে খেলার বিষয়টি সৌম্য নিজেই জানিয়েছেন ক্রিকেটের জনপ্রিয় পোর্টাল ক্রিকবাজকে।
'আমি আগামীকাল আবাহনীর হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছি। আমি যখন একা থাকি বাসায়, এসবই মাথায় আসছে।'
শুধু সৌম্য নয়। মাঠে ফিরতে চলেছেন জাতীয় দলের আরেক ক্রিকেটার সাদমান ইসলামও। তবে মঙ্গলবারের ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা নেই। কারণ পিঠের ব্যথায় ভুগছেন তিনি। তাঁর খেলার কথা রয়েছে শাইনপুকুরের হয়ে।
উল্লেখ্য, ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে সন্ত্রাসী হামলা থেকে অল্পের জন্য বেঁচে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। টিম বাস আর মিনিট পাঁচেক আগে মসজিদে পৌঁছালেই বড় সর্বনাশ হয়ে যেত। সেই দুর্ঘটনা দ্রুত ভূলতে পারাই বড় লক্ষ্য তামিম-সৌম্যদের।