promotional_ad

হায়দ্রাবাদের মূল শক্তি সাকিব-রশিদরা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আগামী ২৩ মার্চ শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বাদশ আসর। আসন্ন এই আসরকে সামনে রেখে বোলিং শক্তি নির্ভর দল গঠন করেছে ২০১৬ সালের আইপিএল চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদ।


গত আসরেও তারা ফাইনালে খেলেছিল। গত কয়েক আসর থেকেই হ্যাদ্রাবাদের মূল চালিকা শক্তি বোলিং ইউনিট। আইপিএলের অন্য দলগুলো যেখানে সেরা সেরা ব্যাটসম্যানদের দলে ভেড়ানোর অপেক্ষায় থাকে, সেখানে হায়দ্রাবাদ টি-টুয়েন্টির সেরা বোলারদের নিয়ে দল গঠন করেছে।


দলে আছেন সাকিব আল হাসান, রশিদ খান ও ভুবনেশ্বর কুমারের মতো আন্তর্জাতিক ক্রিকেট মাতানো বোলাররা। সঙ্গে ভারতের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা সিদ্ধার্থ কউল, খলিল আহমেদ ও সন্দিপ শর্মারা আছেন। 


আইপিএলের গত আসরেও বেশ কয়েকটি অল্প পুঁজির ম্যাচ জিতিয়েছিলেন হায়দ্রাবাদের বোলাররা। ফলে এবারের আসরেও বোলারদের উপরই নির্ভর থাকবে দলটি। দলের বোলিং আক্রমণের নেতৃত্বে থাকবেন বিশ্বের এই সেরা সেরা বোলাররা।



promotional_ad

হায়দ্রাবাদের বড় শক্তি অবশ্যই বোলিং। তবে দলটিতে বেশ কয়েকজন আন্তর্জাতিক মানের অলরাউন্ডার রয়েছেন। সাকিব আল হাসান ও ইউসুফ পাঠানরা পরিক্ষিত। রশিদ খানও নিজের অলরাউন্ড পারফর্মেন্স দেখিয়েছেন আইপিএলের শেষ আসরে বেশ কয়েকটি ম্যাচে।


তাই দলটিকে আলাদা ভাবে নজরে রাখবে বাকি দলগুলো। দলটি ব্যাটিং শক্তির দিক থেকে অনেকটাই পিছিয়ে আছে। গত আসরে অধিনায়ক কেন উইলিয়ামসন ছাড়া আর কেউই নিয়মিত পারফর্মেন্স করে যেতে পারেননি।


এবারের আসরের শুরুতেও তাদের ভাবনার কারণ ব্যাটিং। তবে আশার কথা দলে ফিরছেন অজি তারকা ডেভিড ওয়ার্নার। ইতিমধ্যে তিনি হায়দ্রাবাদ দলের সঙ্গে যোগ দিয়েছেন।


তবে শুধু ওয়ার্নার নয়, হায়দ্রাবাদের বড় পুঁজি গড়তে দারুণ ইনিংস খেলতে হবে মনিষ পান্ডে ও শ্রীভাতস গোস্বামীকে। মিডেল অর্ডারে সাকিব, ইউসুফদের রানের মধ্যে থাকতে হবে। তাহলেই মিলতে পারে আশানুরূপ সাফল্য।


তাছাড়া, দলটির পারফর্মেন্সে বড় ভূমিকা রাখতে পারেন ভারতীয় অলরাউন্ডার বিজয় শঙ্কর। তাছাড়া, বাসিল থাম্পি, ঋদ্ধিমান সাহা ও জনি বেয়ারস্টোকে এবারের আসরে কোন পজিশনে খেলানো হয় এটাই এখন দেখার বিষয়।



সানরাইজার্স হায়দ্রাবাদ স্কোয়াডঃ


বাসিল থাম্পি, ভূবনেশ্বর কুমার, দীপক হুদা, মনিষ পান্ডে, টি নটরাজন, রিকি ভূই, সন্দীপ শর্মা, সিদ্ধার্থ কৌল, শ্রীভাতস গোস্বামী, খালিল আহমেদ, ইউসুফ পাঠান, বিলি স্ট্যানলেক, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, রশিদ খান, মোহাম্মদ নবী, সাকিব আল হাসান, জনি বেয়ারস্টো, ঋদ্ধিমান সাহা, মার্টিন গাপটিল।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball