র্যাঙ্কিংয়ে ৫ ধাপ পিছিয়েছেন মুস্তাফিজ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইসিসির ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে ৫ ধাপ পিছিয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। ফলে সেরা দশের বাইরে চলে গেছেন তিনি। র্যাঙ্কিংয়ে তাঁর অবস্থান বর্তমানে ১১ নম্বরে।
সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ড সিরিজে বল হাতে অনেকটাই নিষ্প্রভ ছিলেন এই পেসার। ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৩৬ রান দিয়ে ছিলেন উইকেট শূন্য। অবশ্য দ্বিতীয় ম্যাচে ৪২ রানের বিনিময়ে নিয়েছিলেন ২টি উইকেট।

আর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে বেশ খরুচে ছিলেন তিনি। ৯৩ রানে ২ উইকেট নিয়েছেন তিনি। এই পারফর্মেন্সের সুবাদে র্যাঙ্কিংয়ে অবনতি হয়ে মুস্তাফিজের।
এদিকে বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে বেশ কয়েকটি পরিবর্তন এসেছে। বাংলাদেশের বিপক্ষে সিরিজে দারুণ বল করে এক ধাপ এগিয়েছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট। তিনি টাইগারদের বিপক্ষে ৬ উইকেট শিকার করেছেন।
আফগান স্পিনার রশিদ খানকে টপকে তিনি শীর্ষ বোলারদের র্যাঙ্কিংয়ে ২ নম্বরে জায়গা করে নিয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ৯ উইকেট নিয়ে ৭ ধাপ এগিয়েছেন প্রোটিয়া স্পিনার ইমরান তাহির।
তাঁর অবস্থান ৪ নম্বরে। বোলারদের র্যাঙ্কিংয়ে নম্বা লাফ দিয়েছেন অজি পেসার প্যাট কমিন্স। তিনি ১৩ ধাপ এগিয়ে ৭ নম্বর স্থানে জায়গা নিশ্চিত করেছেন। বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ।