promotional_ad

দেশে ফিরেছে টাইগাররা

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||   


নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার দুঃসহ স্মৃতি ভুলে শনিবার রাতে দেশে ফিরেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। রাত ১০টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে দেশে ফিরেছেন টাইগার ক্রিকেটাররা।


ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলার পর বাংলাদেশ–নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট বাতিল করে দুই ক্রিকেট বোর্ড। এরপরই ক্রিকেটারদের দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি শুরু হয়।



promotional_ad

বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত তিনটার পর ক্রিকেটাররা ক্রাইস্টচার্চ বিমানবন্দরে পৌঁছান। বাংলাদেশ সময় আজ শনিবার ভোর পাঁচটায় সিঙ্গাপুর এয়ারলাইনসে করে বাংলাদেশ দলের ১৯ সদস্য দেশের উদ্দেশ্যে পাড়ি জমান।


দলে সঙ্গে ফিরেননি কোচিং স্টাফের অনেকে। কেউ কেউ উইন্ডিজ গেছেন। অন্য কয়েকজন গেছেন  দক্ষিণ আফ্রিকায়। তাদের টিকেট নিয়ে ঝামেলা না হলেও বাংলাদেশ দলের বিশাল বহরের টিকেট পেতে বেগ পেতে হয়েছে।


এদিকে, শুক্রবার জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে চালানো ভয়াবহ হামলায় অন্তত ৪৯ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন বাংলাদেশি রয়েছেন। অল্পের জন্য বেঁচে গেছেন বাংলাদেশি ক্রিকেটাররা।



হামলায় জড়িত থাকার অভিযোগে মূল হামলাকারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। এখন দেখার বিষয় এই দুঃসহ স্মৃতি ভুলতে কতদিন লাগে বাংলাদেশ দলের ক্রিকেটারদের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball