promotional_ad

জার্মানিতে দ্রুত ছড়িয়ে পড়ছে ক্রিকেট

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


দ্রুতই ক্রিকেট ছড়িয়ে পড়ছে জার্মানিতে। ক্রিকেটে পা রাখার পর নিয়মিত উন্নতির সাক্ষর রেখেছে দলটি। ২০১৭ সালে বিশ্ব ক্রিকেট লিগের পঞ্চম ডিভিশনে খেলেছে তারা, গ্রুপ পর্বে তৃতীয় অবস্থানে ছিল জার্মানি। 


এই উন্নয়নের অংশ হিসেবেই জার্মানির মিউনিখে আয়োজন করা হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ইউরোপীয় সম্মেলন। মূলত ইউরোপ ও জার্মানিতে ক্রিকেট ছড়িয়ে দেয়ার লক্ষ্যেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।


ক্রিকেট খেলা ৩০টি দেশ এই সম্মেলনে অংশ নিয়েছে। তিনদিনের এই সম্মেলনের মূল প্রতিপাদ্য, 'খেলাটিকে এমন ভাবে ছড়িয়ে দিন, যা আগে কখনও হয়নি।' এই সম্মেলন জার্মানিতে আয়োজন করায় আইসিসিকে ধন্যবাদ জানিয়েছে ক্রিকেট জার্মানি।



promotional_ad

'মিউনিখের আইসিসি ইউরোপীয় সম্মেলনের আয়োজনের জন্য ধন্যবাদ। মহাদেশ জুড়ে আমাদের খেলাধুলার অনেক সম্ভাবনা আছে এবং অসাধারণ সব মানুষজনের সাথে কাজ করা চমৎকার।'


শুধু জার্মানিতে নয় ক্রিকেট ছড়িয়ে পড়েছে পুরো বিশ্ব জুড়েই। ২০১২ সালে মাত্র ৮০টি দেশে ক্রিকেট হতো। বর্তমানে ৩৫০টি দেশে ক্রিকেট হয়। সম্মেলনটির প্রধান লক্ষ্য ক্রিকেটকে আরও ছড়িয়ে দেয়ার জন্য করণীয় বিষয়বস্তু।


আইসিসির আঞ্চলিক উন্নয়ন ব্যবস্থাপক, এড শাটলওর্থ এই সম্মেলনকে ইউরোপীয় সদস্যদের দারুণ সুযোগ হিসেবে দেখছেন। 'আইসিসির ইউরোপীয় সদস্যরা একীভূত হওয়ার প্রত্যক্ষ সুযোগ পেয়েছে, অনুপ্রাণিত হওয়ার এবং খেলাটিকে নেতৃত্ব দেয়ার, যেমনটা আগে কখনও হয়নি।'


সার্বিয়ান ক্রিকেট ফেডারেশনের সাধারণ সম্পাদক হারিস ডুয়েস সার্বিয়ার ক্রিকেটের উন্নয়নের বছর হিসেবে চিহ্নিত করতে চান চলতি বছরটিকে। তিনি বলেছেন, 



'ইউরোপীয়ান সম্মেলনে আমি আমার বোর্ডের হয়ে নতুন চিন্তা ও শক্তি আনার অপেক্ষায় আছি এবং ২০১৯কে সার্বিয়াতে ক্রিকেট বিকাশের বছর হিসেবে নিশ্চিত করতে চাই।'


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball