promotional_ad

বাংলাদেশ-নিউজিল্যান্ডের শেষ টেস্ট বাতিল নয়, স্থগিত

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||  


নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার জেরে সফর পুরো শেষ না করেই দেশে ফিরছে বাংলাদেশ দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টটি বাতিল করা হয়নি, স্থগিত করা হয়েছে।


পরবর্তীতে দুই বোর্ডের আলোচনার পর এই বাকি থাকা ম্যাচটি আয়োজন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন সুজন। শনিবার সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে একথা বলেন তিনি।



promotional_ad

'এটা নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ করে স্থগিত করা হয়েছে। প্রতিটি বোর্ডে সাথে আমাদের নিয়মিত আলোচনা হয়। পরবর্তী আলোচনায় আমরা এটা নিয়ে কথা বলবো। তখন আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নিবো, আলোচনা করবো।'


শুক্রবার ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলা হয়। এর একটিতেই নামাজ পড়ার কথা ছিল বাংলাদেশ দলের ক্রিকেটারদের। দেরি হয়ে যাওয়ায় অল্পের জন্য বেঁচে ফিরেন মুশফিক-তামিমরা। 


এরপরই দুই বোর্ডের সম্মতিতে সিরিজের শেষ টেস্ট না খেলার সিদ্ধান্ত নেয়া হয়। এমন পরিস্থিতিতে সিরিজ চালিয়ে নেয়া ঠিক হবে না তাই সিরিজ স্থগিত রেখেই দেশে ফেরার সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী।



'সিদ্ধান্তটা দুই দলেরই। তাদের সিইও আমাদের সাথে কথা বলে জানায় যে, বর্তমান পরিস্থিতিতে সিরিজ চালিয়ে নেয়া ঠিক হবে না। এরপর আমরা আলোচনা করে আমাদের অবস্থান তাদেরকে ব্যাখ্যা করি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball