promotional_ad

ক্রাইস্টচার্চের ঘটনায় পিটারসেনের ক্ষোভ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন বাংলাদেশের দলের বেশ কয়েকজন ক্রিকেটার। তামিম-মুশফিকদের কোনো ক্ষতি না হলেও এই হামলায় নিহত হয়েছেন পঞ্চাশের অধিক মুসলিম। এই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেছেন ইংল্যান্ড ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন।


সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও দেখে তিনি গভীর মর্মাহত হয়েছেন। ক্ষোভ ঝেড়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের উপরও। এই নারকীয় হত্যাযজ্ঞ দেখে, জঘন্য দুনিয়ায় বাস করছেন বলে মনে হচ্ছে পিটারসেনের।



promotional_ad

‘ক্রাইস্টচার্চে নারকীয় দৃশ্য! অভিজাত শহরটি বোকাদের হাতে পড়ে শেষ। এই ঘৃণার শুরু অন্য কোথাও। টুইটার ঘুরে দেখছি ঘৃণা, খিস্তি, তর্জন-গর্জন আর অমার্জিত আচরণ। সামাজিক মাধ্যম চালানোর দিকনির্দেশনা পাল্টাতে হবে যত দ্রুত সম্ভব। আমরা এক জঘন্য দুনিয়ায় বাস করছি।’


ক্রাইস্টচার্চ অনেকের কাছেই ছবির মতো সুন্দর শহর। সেখানেই এখন শোকাবহ অবস্থা বিরাজ করছে। সেখানেই বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট মাঠে গড়ানোর কথা ছিল শনিবার।


ফলে, শুক্রবার সংবাদ সম্মেলন ছিল বাংলাদেশ দলের। সেই কারণেই মসজিদে যেতে দেরি হয়ে গিয়েছিল বাংলাদেশ দলের ক্রিকেটারদের। ফলে প্রাণে বেঁচে ফিরেন তামিম-মুশফিকরা। 



এই ঘটনায় সমঝোতার ভিত্তিতে শেষ টেস্ট বাতিল করেছে দুই দেশের ক্রিকেট বোর্ড। এই ঘটনার জন্য নিন্দা জানিয়েছেন সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটার। এবার সেই তালিকায় যুক্ত হলেন পিটারসেন। তাঁর এই ক্ষোভ ঝাড়ার পেছনে সহমর্মিতাও প্রকাশ পেয়েছে।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball