promotional_ad

ডকরেল-মুরতাঘের লড়াইয়ে রক্ষা আয়ারল্যান্ডের

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে অল্প রানেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল আয়ারল্যান্ড। সেখান থেকে টিম মুরতাঘের অসাধারণ এক অর্ধশতকে সম্মানজনক পুঁজি পেয়েছে আয়ারল্যান্ড।


যদিও পুঁজিটা বড় নয় ১৭২। আফগানিস্তানের শুরুটাও ভালো হয়নি। তারা ৯০ রানে ২ উইকেট হারিয়ে দিন শেষ করেছে। এই ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল আয়ারল্যান্ড।


ব্যাটিংয়ে নেমে পল স্টার্লিং খেলছিলেন ওয়ানডে মেজাজে। বিনা উইকেটে ৩৭ রান যোগ করেছিল আয়ারল্যান্ড। ৬ চারে ২৬ রান করা স্টার্লিং ফিরে যাওয়ার পরই শুরু হয় আইরিশ ব্যাটসম্যানদের আসা যাওয়া।



promotional_ad

পেসার ইয়ামিন আহমাদজাই ও অফ স্পিনার মোহাম্মদ নবী একের পর এক উইকেট তুলে নিয়েছেন। রশিদ খান নিজের প্রথম ওভারেই ফিরিয়েছেন দুই ব্যাটসম্যানকে। অভিষিক্ত চায়নাম্যান বোলার ওয়াকার সালামখেইলও অংশ হয়েছেন এই তান্ডবের।


তুলে নেন ২টি উইকেট। ৯ উইকেটে আয়ারল্যান্ডের রান যখন ৮৫ সবাই ধরে নিয়েছিল শতরানের নিচেই গুটিয়ে যাবে দলটির ইনিংস। সেখান থেকে ৮ নম্বরে নামা ডকরেল ও শেষ ব্যাটসম্যান মুরতাঘ লড়াকু এক জুটি গড়েন।


এই দুজনে শেষ উইকেট জুটিতে যোগ করেছেন ৮৭ রান। ৩৯ রানে ডকরেল আউট হলে এই দুজনের জুটি ভাঙে। মুরতাঘ অপরাজিত ছিলেন ৭৫ বলে ৫৪ রান করে। অল্প রানে গুটিয়ে দেয়ার পর আফগানদের শুরুটাও ভালো হয়নি।


দলীয় ২৭ রানে তারা হারায় ওপেনার ইহসানউল্লাহ। তিনি ৭ রান করে ক্যামেরন ডাউয়ের শিকার হন। এরপর ওয়ানডে মেজাজে খেলা শেহজাদ ফিরেছেন ৬৪ বলে ৪০ রান করে। এরপর বাকি দিনটা পার করেন রহমত শাহ (২২*) ও হাশমতউল্লাহ শাহিদি (১৩*)।



সংক্ষিপ্ত স্কোর:


আয়ারল্যান্ড: ৬০ ওভারে ১৭২ (পোর্টারফিল্ড ৯, স্টার্লিং ২৬, বালবার্নি ৪, ম্যাককলাম ৪, কেভিন ও’ব্রায়েন ১২, পয়েন্টার ০, টমসন ৩, ডকরেল ৩৯, ম্যাকব্রাইন ৩, ক্যামেরন-ডাউ ৯, মারটাঘ ৫৪*; ইয়ামিন ৩/৪১, ওয়াফাদার ০/৩১, নবি ৩/৩৬, রশিদ ২/২০, ওয়াকার ২/৩৫)।


আফগানিস্তান: ৩১ ওভারে ৯০/২ (শেহজাদ ৪০, ইহসানউল্লাহ ৭, রহমত ২২*, শাহিদি ১২*; মারটাঘ ০/৬, ম্যাকব্রাইন ০/৩৮, ক্যামেরন-ডাউ ২/৩৫, টমসন ০/৩, ডকরেল ০/৩)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball