ডিপিএলের পরবর্তী ৩ রাউন্ডের সূচি প্রকাশ

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দ্বিতীয় পর্বের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার পরবর্তী ১৮ ম্যাচের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা।
দ্বিতীয় পর্বের খেলা শুরু হচ্ছে ১৯ মার্চ থেকে। এই পর্বে খেলা হবে মোট তিন রাউন্ড। রবিবার সাধারণত খেলা থাকলেও আগামী রবিবার (১৭ মার্চ) কোনো খেলা রাখা হয়নি। মূলত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী থাকায় এদিন কোনো ম্যাচ গড়াবে না।
১৯ মার্চ ও ২০ মার্চ গড়াবে ডিপিএলের এবারের আসরে চতুর্থ রাউন্ডের খেলা। এরপর ২২ ও ২৩ মার্চ অনুষ্ঠিত হবে পঞ্চম রাউন্ডের খেলা। আর ২৫ মার্চ ষষ্ঠ রাউন্ডের খেলা শুরু হবে।
মাঝে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের জন্য খেলার বিরতি থাকবে। একদিন বিরতি দিয়ে ষষ্ঠ রাউন্ডের বাকি ম্যাচগুলো মাঠে গড়াবে ২৭ মার্চ।
চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ রাউন্ডের সূচিঃ
চতুর্থ রাউন্ডঃ
১৯ মার্চঃ আবাহনী লিমিটেড বনাম শাইনপুকুর ক্রিকেট ক্লাব
১৯ মার্চঃ শেখ জামাল ধানমন্ডি ক্লবা বনাম প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব
১৯ মার্চঃ লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম মোহামেডান স্পোর্টিং ক্লবা

২০ মার্চঃ প্রাইম দোলেশ্বর বনাম গাজী গ্রুপ ক্রিকেটার্স
২০ মার্চঃ খেলাঘর সমাজ কল্যাণ সমিতি বনাম বিকেএসপি
২০ মার্চঃ ব্রাদার্স ইউনিয়ন বনাম উত্তরা স্পোর্টিং ক্লাব
পঞ্চম রাউন্ডঃ
২২ মার্চঃ আবাহনী লিমিটেড বনাম প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব
২২ মার্চঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাব বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাব
২২ মার্চঃ লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম গাজী গ্রুপ ক্রিকেটার্স
২৩ মার্চঃ প্রাইম দোলেশ্বর বনাম খেলাঘর সমাজ কল্যাণ সমিতি
২৩ মার্চঃ শাইনপুকুর ক্রিকেট ক্লাব বনাম উত্তরা স্পোর্টিং ক্লাব
২৩ মার্চঃ ব্রাদার্স ইউনিয়ন বনাম বিকেএসপি
ষষ্ঠ রাউন্ডঃ
২৫ মার্চঃ আবাহনী লিমিটেড বনাম মোহামেডান স্পোর্টিং ক্লবা
২৫ মার্চঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাব বনাম গাজী গ্রুপ ক্রিকেটার্স
২৫ মার্চঃ লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম খেলাঘর সমাজ কল্যাণ সমিতি
২৭ মার্চঃ প্রাইম দোলেশ্বর বনাম বিকেএসপি
২৭ মার্চঃ শাইনপুকুর ক্রিকেট ক্লাব বনাম ব্রাদার্স ইউনিয়ন
২৭ মার্চঃ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম উত্তরা স্পোর্টিং ক্লাব