প্রত্যেকটি দেশকেই এখন সতর্ক হতে হবেঃ পাপন

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
নিরাপত্তা ইস্যুতে প্রতিটি ক্রিকেট খেলুড়ে দেশকেই সতর্ক করতে বলছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান নাজমুল হাসান পাপন।
সন্ত্রাসী হামলা যে কোন জায়গায় হতে পারে বিধায় সব দলকেই সদা সতর্ক থাকার আহবান জানিয়েছেন তিনি। সন্ত্রাসী কর্মকান্ড শুধু উপমহাদেশেই নয়, বিশ্বের যে কোন প্রান্তেই হতে পারে।

শুক্রবার নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি বলেছেন, 'আর একটা কথা আমরা বলে এসেছ যে এমন ঘটনা কিন্তু যে কোন জায়গাতেই হতে পারে। কাজেই আমার মনে হয় প্রত্যেকটা দেশকেই এখন সতর্ক হতে হবে।
'প্রত্যেকটা দলকে আরও বেশি সতর্ক হতে হবে। ওদের হয়তো ধারনা থাকতে পারে এটা হয়তো আমাদের দেশে হতে পারে। বা এই সাবকন্টিনেন্টে হতে পারে। ওদের এখানে হওয়ার সম্ভাবনা নেই। এই জিনিসটা কিন্তু এখন আর নেই।'
ক্রাইস্টচার্চের দুর্ঘটনা আরেকবার প্রমাণ করে বাংলাদেশ দলকে যথেষ্ট নিরাপত্তা দেয়া হয় না বিদেশের মাটিতে। পাপনের ভাষায়,
'আমরা যখন বিদেশে যাই, যে দেশেই যাই, বিশেষ করে এই ধরনের দেশে, অস্ট্রেলিয়া বলেন, নিউজিল্যান্ড বলেন, এই ধরনের দেশে যখন যাই, তখন আমাদের দেশে যেই ধরনের নিরাপত্তা দেয়া হয় সেই ধরনের নিরাপত্তা থাকে না টিমের জন্য।'