promotional_ad

ন্যূনতম নিরাপত্তাও পায় নি বাংলাদেশ দল

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ক্রাইস্টচার্চে বাংলাদেশ দলের একাংশ মসজিদে যাওয়ার সময় তাদের সাথে কোন নিরাপত্তা কর্মী ছিল না। দলের সাথে থাকা লিয়াজোঁ অফিসাররাও ছিল না।


বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের এমন নিন্মমানের নিরাপত্তা দেয়ায় অবাক হয়েছেন। শুক্রবার গুলশানের বাসভবনে সাংবাদিকদের তিনি বলেছেন, 'সিকিউরিটি যে রকম থাকার কথা ছিল বা আমরা যেমন দিয়ে থাকি, ধারে কাছেও ছিল না।' 



promotional_ad

শুধু নিউজিল্যান্ড নয়, বাংলাদেশ দল বিদেশ সফরে গেলে কোন দেশই যথাযথ নিরাপত্তা দেয় না ক্রিকেটারদের। 'এবং এটা এখানে না। শুধু এখানে না, আমরা যেই জায়গাই সফর করতে যাই আমরা তেমন কোন সিকিউরিটি দেখি না,' বলেছেন পাপন।


শুক্রবার ক্রাইস্টচার্চে বাংলাদেশ দলের একাংশ অনুশীলন শেষে মসজিদে নামাজের উদ্দেশ্যে যাচ্ছিলো। কোচিং স্টাফদের সাথে দলের লিয়াজোঁ অফিসাররা ব্যস্ত ছিল। যার কারণে কোন নিরাপত্তা কর্মী ছাড়াই বাসে করে মসজিদে যাচ্ছিলেন তামিম-মুশফিকরা। পুরো ঘটনার ব্যাখ্যা করতে গিয়ে পাপন বলেছেন,


'এই ক্ষেত্রে যেটা হয়েছে, তিনটা গ্রুপে ভাগ হয়ে গিয়েছিল। ওখানে প্র্যাকটিসে গিয়েছিল সবাই। ওখানে তো লোক ছিলই। লিয়াজোঁ টিমের একটা অফিসার থাকে, ওদের একটা গ্রুপ গিয়েছিল লাঞ্চ করতে, কোচ ছিল যারা তাঁরা। আরেকটা গ্রুপ মাঠেই ছিল।



আরেকটা গ্রুপ নামাজের জন্য যাচ্ছিল। ওই মসজিদের সাথে যেই গ্রুপটা ছিল ওদের সাথে কেউ ছিল না। লিয়াজোঁ কমিটি যাদের থাকার কথা ওরা সবাই মাঠে ছিল। ওখানে আমাদের অন্যান্য প্লেয়াররা ছিল, তাদের সাথেই ছিল। সো যেহেতু তিনটি গ্রুপ হয়ে গেছে, আগে থেকে নামাজে যাওয়ার ব্যাপারে কিছু জানিয়েছে কিনা সেটা দেখতে হবে। বাট এটা হয়েছে যখন ওদের সাথে কোন সিকিউরিটি ছিল না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball