আসা-যাওয়ার মিছিলে মোহামেডানের ব্যাটসম্যানরা

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
মোহামেডানঃ ৫৫/৪, ১৪ ওভারে

(ইরফান ২*, নাদিফ ৫*; ফরহাদ রেজা ২/১৪)
প্রাইম দোলেশ্বরঃ ২৪৮/৮, ৫০ ওভার
(তাইবুর রহমান ৭২* মার্শাল আইয়ুব ৬৮; আলাউদ্দিন বাবু ৩/৪৯, শফিউল ইসলাম ৩/৬৪)
আসা-যাওয়ার মাঝে মোহামেডানের ব্যাটসম্যানরাঃ ১৪ ওভার ব্যাটিং করতেই চার উইকেট হারিয়ে বসেছে মোহামেডান। ২৪৯ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নামে ব্যাটিং বিপর্যয়ে আছে দলটি। টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা দলটিকে কোণঠাসা করে দিয়েছে।
মোহামেডানের ব্যাটসম্যানদের চেপে ধরেছেন দোলেশ্বরের অধিনায়ক ফরহাদ রেজা। তিনি একাই দুই উইকেট নিয়েছেন। বর্তমানে উইকেটে আছেন ইরফান শুক্কুর এবং নাদিফ চৌধুরী।