বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফর বাতিল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার কারণে সিরিজের শেষ টেস্টটি বাতিল করা হয়েছে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মিলিত সিদ্ধান্তে চলতি সফরটি বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের অফিসিয়াল টুইটার থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে। সফর বাতিল হওয়ায় দ্রুত দেশে ফিরে আসবেন বাংলাদেশ দলের খেলোয়াড়রা। তাঁরা জানিয়েছে,
'ক্রাইস্টচার্চের এই হৃদয়বিদারক হামলার ঘটনায় যারা আক্রান্ত হয়েছে তাঁদের পরিবার এবং বন্ধুদের আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে মিলে সিদ্ধান্ত নিয়েছি সফরটি বাতিল করার। সবাই এখন নিরাপদ আছেন।'

শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সিরিজের শেষ টেস্টটি। কিন্তু শুক্রবার জুম্মার নামাজ আদায় করতে যাওয়ার সময় দক্ষিণ হেগলি পার্কে অবস্থিত মসজিদ থেকে বের হওয়ার সময় গোলাগুলির মুখে পড়েন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।
এরপর সেখানকার পথচারীরা ডিনস এভিনিউয়ের দিকে ক্রিকেটারদের যেতে নিষেধ করেন। পরবর্তীতে আতঙ্কিত তামিমরা দ্রুত হেগলি পার্ক ত্যাগ করেন এবং হেগলি ওভালে ফিরে ড্রেসিং রুমে অবস্থান নেন।
তবে বাংলাদেশ দলের ট্রেইনার এবং কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়ন জানিয়েছেন কোনও ক্রিকেটারের ক্ষতি হয়নি। নিউজিল্যান্ড হেরাল্ডকে লঙ্কান এই কোচ বলেছেন,
'ক্রিকেটাররা আতঙ্কিত হয়েছে, তবে এখন ভালো আছে। আমি তাঁদের একজনের সাথে অল্প কিছু সময় কথা বলেছি। তাঁরা কিছু দেখেনি, তবে গুলির আওয়াজ শুনেছে।'
এরই মধ্যে কোচিং স্টাফদের অনেকেই ফিরে এসেছেন হোটেলে। তবে কোচ স্টিভ রোডস মাঠে অবস্থান করছেন। জাতীয় দলের দুই ক্রিকেটার লিটন দাস এবং নাঈম হাসানের সাথে যোগাযোগ করা হয়েছে এবং তাঁদেরকে হোটেলে থাকতে বলা হয়েছে।
এদিকে হামলার পর জাতির উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। তিনি বলেন, 'এ মুহূর্তে প্রাণহানির সংখ্যা আমি নিশ্চিত করতে পারব না। তবে এটা স্পষ্ট করে বলতে পারি যে এ দিনটি নিউজিল্যান্ডের অন্ধকারতম দিনগুলোর একটি।'
জাসিন্ডা আরও বলেন, নিউ জিল্যান্ডে ‘দুষ্কৃতকারীদের কোনও জায়গা নেই’। তার দাবি, অভিবাসী, শরণার্থীসহ হামলার শিকার হওয়া সবাই নিউ জিল্যান্ডের অংশ, কিন্তু দুষ্কৃতকারীরা নয়। নিউ জিল্যান্ডের সমাজে এ ধরনের সহিংস হামলার কোনও জায়গা নেই বলেও হুঁশিয়ার করেন তিনি।