promotional_ad

শেষ টেস্টে উইলিয়ামসন আউট, ইয়ং ইন

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে খেলা হচ্ছে না নিউজিল্যান্ড ক্রিকেট দলের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনের। তাঁর পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন সেন্ট্রাল ডিস্ট্রিক্টের ব্যাটসম্যান উইল ইয়ং।


এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছেন দলের ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলান। সুতরাং সবকিছু ঠিক থাকলে শেষ টেস্টে অভিষেক হতে যাচ্ছে ২৬ বছর বয়সী এই ক্রিকেটারের। আগামীকাল মাঠে নামলে ইয়ং হবেন নিউজিল্যান্ড ক্রিকেটের ২৬৭তম টেস্ট খেলোয়াড়। এখন পর্যন্ত ৬৯টি প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচে ৪১.৬৪ গড়ে ৪৪১৪ রান করেছেন ইয়ং। যেখানে তাঁর সেঞ্চুরি রয়েছে ৭টি এবং হাফসেঞ্চুরি ২৭টি।  



promotional_ad

বাঁ হাতের মাংশপেশির ইনজুরির কারণে ছিটকে পড়তে হয়েছে উইলিয়ামসনকে। ওয়েলিংটনে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে এই ইনজুরিতে পড়েছিলেন কিউই অধিনায়ক।  সর্বশেষ ২০১৬ সালে ভারতের বিপক্ষে কলকাতা টেস্ট মিস করেছিলেন উইলিয়ামসন। সেবার অসুস্থতার কারণে ছিটকে পড়া উইলয়ামসনের পরিবর্তে অধিনায়কত্ব করেছিলেন রস টেইলর।  


এদিকে উইলিয়ামসনের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন পেস তারকা টিম সাউদি। এর মাধ্যমে দেশের ৩০তম টেস্ট অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশ করবেন তিনি। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে এবং তিনটি টি টুয়েন্টিতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন সাউদি। এছাড়াও বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খন্ডকালীন অধিনায়কের ভূমিকা পালন করেছিলেন তিনি।  


তবে কিউইদের জন্য সুখবর হলো হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে ভোগা উইকেটরক্ষক ব্যাটসম্যান বিজে ওয়াটলিং এরই মধ্যে কিছুটা সুস্থ হয়ে উঠেছেন। ওয়েলিংটন টেস্টের পঞ্চম দিন অনুশীলনের সময় ইনজুরিতে পড়েছিলেন তিনি। এরপর তাঁর পরিবর্তে পিটার বোকোককে উইকেটরক্ষকের ভূমিকায় দেখা যায়। 



অবশ্য ওয়াটলিং সুস্থ হলেও ব্যাক আপ হিসেবে এরই মধ্যে টম ব্লান্ডেলকে দলে অন্তর্ভুক্ত করেছে কিউই টিম ম্যানেজমেন্ট। ২০১৭ সালের ডিসেম্বরে উইন্ডিজদের বিপক্ষে দুটি টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে ২৮ বছর বয়সী এই উইকেটরক্ষকের। 


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball