promotional_ad

বিদায়ের প্রাক্কালে ক্রাইস্টচার্চ টেস্টে চোখ ম্যাকমিলানের

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


বাংলাদেশের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্ট হতে যাচ্ছে কিউই ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলানের সর্বশেষ টেস্ট। তাই স্বাভাবিকভাবেই কোচিং ক্যারিয়ারের শেষ টেস্টটিতে ভালো ফলাফল প্রত্যাশা করছেন তিনি। 


এই মুহূর্তে ম্যাকমিলানের ভাবনায় ভবিষ্যত নয়, বরং প্রাধান্য পাচ্ছে বর্তমান অবস্থা।  টেস্টে ভালো প্রস্তুতি নেয়ার ক্ষেত্রে বেশি প্রাধান্য দিচ্ছেন তিনি। ক্রাইস্টচার্চ টেস্টের আগে সাংবাদিকদের এই বর্ষীয়ান ক্রিকেটার জানিয়েছেন, 'আমি আসলে এই ব্যাপারটি নিয়ে এখন ভাবছি না। এই মুহূর্তে আমি টেস্টের প্রস্তুতি নিয়ে ভাবছি।'



promotional_ad

ম্যাকমিলানের তত্ত্বাবধানে যথেষ্ট উন্নতি করেছে নিউজিল্যান্ড। টেস্টে প্রথমবারের মতো দ্বিতীয় সেরা দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে তারা। একই সাথে ব্যাটিংয়েও হয়েছে অভাবনীয় উন্নতি। একজন কোচ হিসেবে তাই এই অর্জনে সন্তুষ্ট ম্যাকমিলান। বলেছেন,


'একজন কোচ হিসেবে তাঁরা (ক্রিকেটাররা) যে পর্যায়ে এসেছে তাতে আমি সন্তুষ্ট। বিশ্ব ক্রিকেটে তাঁরা যে অবস্থানে এসেছে তা আসলেই সন্তোষজনক। আমি তাঁদেরকে নিয়ে গর্বিত। একটি দল হিসেবে দ্বিতীয় সেরা দল হিসেবে প্রতিষ্ঠিত হতে পারাটা অনেক কিছু।' 


শিষ্যদের সাথে কাটানো মুহূর্তগুলো বেশ মিস করবেন ম্যাকমিলান। বিদায় বেলায় সেই বিষয়টিই উঠে এসেছে তাঁর কণ্ঠে। সাবেক এই কিউই ক্রিকেটারের ভাষ্যমতে, 'আমি ছেলেদের সাথে কাটানো মুহূর্তগুলো এবং তাঁদের উন্নতি ও সাফল্য দেখতে পারাটা বেশ মিস করবো। তাঁরা গত কয়েক বছরে যেরূপ উন্নতি করে তা আসলেই অভাবনীয়।'



উল্লেখ্য ২০১৪ সালে প্রথমবারের মতো নিউজিল্যান্ড ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব লাভ করেছিলেন বর্তমানে ৪২ বছর অতিবাহিত করা ম্যাকমিলান। তাঁর অধীনে টেস্টে দুই নম্বর দল হিসেবে উঠে এসেছে নিউজিল্যান্ড। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball