promotional_ad

মুস্তাফিজের সাথে নিজেদের পার্থক্য দেখালেন রাহি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ টেস্ট দলে যে কয়জন পেসার রয়েছে তাঁদের মধ্যে শুধুমাত্র মুস্তাফিজুর রহমানের রয়েছে ১৩টি টেস্ট খেলার অভিজ্ঞতা। বাকি তিন পেসার আবু জায়েদ রাহি, এবাদত হোসেন এবং খালেদ আহমেদ এই ফরম্যাটে বলা যায় একেবারেই নবীন। 


রাহি এখন পর্যন্ত ৫টি টেস্ট খেললেও বাকি দুই জন খেলেছেন মোটে ২টি ম্যাচ। ২৫ বছর বয়সী রাহির মতে টেস্টে অভিজ্ঞতা কম থাকার কারণেই নিউজিল্যান্ডে তেমন সুবিধা করতে পারছেন না তাঁরা। আর মুস্তাফিজের সাথে এখানেই তাঁদের বেশি পার্থক্য। ক্রাইস্টচার্চ টেস্টে মাঠে নামার আগে তিনি জানিয়েছেন টেস্টে ভালো করতে হলে আরও বেশি টেস্ট খেলতে হবে তাঁদের।



promotional_ad

'আমাদের যারা পেস বোলার খেলছে তাঁদের মধ্যে মুস্তাফিজ শুধু ১১টি ম্যাচ (আসলে ১৩টি) খেলেছে। আমার কাছে মনে হয় যে আমাদের আরও বেশি অভিজ্ঞতা হওয়া উচিৎ বা আমাদের আরও খেলানো উচিৎ। অন্যান্য দেশের যে বোলাররা রয়েছে আপনারা দেখেন তাঁরা অনেকেই অনেকগুলো টেস্ট খেলেছে। আমি মনে করি আমাদেরও অনেক টেস্ট খেলা উচিৎ,' বলেছেন রাহি। 


টেস্ট ক্রিকেটটাকে বুঝতে হলে আরও বেশি ম্যাচ খেলতে হবে, বিশ্বাস ফরম্যাটটির নবীন সদস্য রাহির। তাঁর মতে টেস্টে ভালো করতে হলে যথেষ্ট অভিজ্ঞ হতে হবে তাঁদের। এই প্রসঙ্গে তাঁর ভাষ্য,


'টেস্ট খেলাটা হলো অভিজ্ঞতার ব্যাপার। আপনি যতো বেশি টেস্ট খেলবেন তত বেশি আপনার অভিজ্ঞতা হবে। আপনি তত বেশি বুঝতে পারবেন টেস্ট ক্রিকেটটা কেমন। আমার কাছে মনে হয় যে আমাদের অনেক টেস্ট খেলা উচিৎ।'



উল্লেখ্য নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষটিতে আগামী ১৬ই মার্চ মাঠে নামবে বাংলাদেশ। ক্রাইস্টচার্চের হেগলি ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়।   



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball