ক্লাব বা পাড়ার হয়ে নয়, দেশের হয়ে খেলছিঃ মিঠুন

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ক্লাব ক্রিকেট বা পাড়া ক্লাবের হয়ে খেলার চেয়ে জাতীয় দলের হয়ে খেলার দায়িত্বটা অন্যরকম মনে করেন বাংলাদেশ দলের ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। জাতীয় দলের হয়ে খেলার সময় দায়বদ্ধতা থাকে নিজের সেরাটা দেয়ার।
তাই সবসময় নিজের সেরাটা দেয়ার চেষ্টায় থাকেন বলে জানিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। প্রতিদিন সবাই ভালো করে না, তবে সবাই নিজের শতভাগ দিয়ে চেষ্টা করেন বলে বিশ্বাস তাঁর।

'আমরা কোন ক্লাবের হয়ে বা পাড়ার ক্রিকেট খেলছি না, আমরা দেশের হয়ে খেলছি। চেষ্টাটা থাকে সবসময়। প্রতিদিন তো সবাই পারে না। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি শতভাগ দিয়ে চেষ্টা করেছি।'
মিঠুন মনে করেন মানসিক সামর্থ্য ও সংকল্প নিয়ে খেলতে পারলেই টেস্ট ক্রিকেটে সাফল্য পাওয়া সম্ভব। অন্য ফরম্যাটগুলোর সাথে টেস্ট ক্রিকেটের পার্থক্য এখানেই। তিনি নিশ্চিত সবাই নিজেদের শতভাগ দেয়ার চেষ্টা করে।
'টেস্ট ক্রিকেটটাই এমন। টেস্ট ক্রিকেটের সাথে সব ফরম্যাটের পার্থক্যটাই এখানে। আপনি কতোটা মানসিক সামর্থ্য নিয়ে খেলতে পারেন, কতোটা সংকল্প নিয়ে খেলতে পারেন। আমি নিশ্চিত সবাই তাঁর একশ ভাগ দেয়ার চেষ্টা করে।'
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন মিঠুন। তবে দ্বিতীয় টেস্টে ৪৭ রানের দারুণ এক ইনিংস খেলে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন তিনি। তবে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই অর্ধশতকের দেখা পেয়েছিলেন তিনি।