ইএসপিএনের জনপ্রিয় ১০০তে তিন বাংলাদেশী

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
খেলাধুলার জনপ্রিয় পোর্টাল ইএসপিএল সম্প্রতি ২০১৯ সালের জনপ্রিয় ১০০ জন ক্রীড়া ব্যাক্তির নাম প্রকাশ করেছে। এই তালিকায় জায়গা করে নিয়েছেন তিনজন বাংলাদেশী ক্রিকেটার। ওয়ানডে ও টি-টুয়েন্টি দলপতি সাকিব আল হাসান এই তালিকায় জায়গা করে নিয়েছেন।
সঙ্গে আছেন মুশফিকুর রহীম ও মাশরাফি বিন মর্তুজাও। এই তালিকায় সাকিবের অবস্থান ৯০ নম্বরে। মুশফিক আছেন ৯২ নম্বরে। আর বাংলাদেশ দলের ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজার নাম আছে এই তালিকার ৯৮ নম্বরে।

এই তালিকায় সাকিবকে একজন প্রতিবাদী ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরা হয়েছে। উদাহরণ স্বরূপ নিদাহাস ট্রফিতে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের জবাবে সাকিবের প্রতিবাদের কথা তুলে ধরা হয়েছে। তাছাড়া, নিদাহাস ট্রফিতে মুশফিকের নাগিন ডান্সের কথা উল্লেখ করেছে ইএসপিএন।
মাশরাফি বিন মর্তুজাকে অসাধারণ ব্যক্তিত্ব ও দারুন অধিনায়ক হিসেবে মূল্যায়ন করেছে ইএসপিএন। মূলত গুগল সার্চে তাদের অবস্থান, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অনুসরকারীর সংখ্যা ও বিজ্ঞাপন থেকে প্রাপ্ত অর্থের অনুপাতে তাদের বিবেচনা করা হয়েছে।
এই জরিপ করা হয়েছে ৭৮টি দেশের ৮০০ জন ক্রীড়া ব্যাক্তির উপর। সেখান থেকে বেঁছে নেয়া হয়েছে সেরা ১০০ জনকে। এই তালিকায় মোট ১১ জন ক্রিকেট খেলোয়াড় জায়গা করে নিয়েছেন। শীর্ষে দশে আছেন ভারতীয় দলপতি ভিরাট কোহলি।
তাঁর অবস্থান এই তালিকার ৭ নম্বরে। সাকিব, মুশফিক, মাশরাফি ও কোহলি ছাড়াও এই তালিকায় আছেন মহেন্দ্র সিং ধোনী, যুবরাজ সিং, সুরেশ রায়না, রবিচন্দ্রন অশ্বিন, রোহিত শর্মা, শিখর ধাওয়ান ও হরভোজন সিং।
এদিকে, এই তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছেন পর্তুগীজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। দ্বিতীয় স্থানে আছেন আমেরিকার বাস্কেটবল খেলোয়াড় লেবরন জেমস ও তৃতীয় স্থানে অবস্থান করছেন বার্সেলোনা ও আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।