শেষ টেস্টে অনিশ্চিত কেন উইলিয়ামসন

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী ১৬ই মার্চ বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্টে মাঠে নামার আগে ইনজুরি সমস্যার মুখে পড়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। বাঁহাতের পেশিতে গ্রেড ওয়ান টিয়ার ইনজুরি ধরা পড়ায় শেষ ম্যাচে অনিশ্চিত হয়ে পড়েছেন দলটির নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন।
এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছেন কিউইদের প্রধান কোচ গ্যারি স্টিড। তিনি জানিয়েছেন দলের সাথে ক্রাইস্টচার্চে ভ্রমণ করবেন উইলিয়ামসন। এরপর সেখানে তাঁর অবস্থা বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে খেলার ব্যাপারে।

বিশ্বকাপের আগে উইলিয়ামসনকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ স্টিডের ভাষ্য, 'কেন উইলিয়ামসন অবশ্যই শেষ ম্যাচটি খেলতে চায়, তবে আমরা তাঁর নিরাপত্তার বিষয়টি আগে দেখবো, বিশেষ করে বিশ্বকাপের আগে।'
উইলিয়ামসন খেলতে না পারলে সেক্ষেত্রে টেস্টে অভিষেক হতে পারে ২৬ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান উইল ইয়ং এর। এখন পর্যন্ত ৬৯টি প্রথম শ্রেণীর ক্রিকেটে ৪১.৬৪ গড়ে ৪৪১৪ রান সংগ্রহ করেছেন ইয়ং। হাঁকিয়েছেন ৭টি শতকসহ ২৭টি অর্ধশতক। তরুণ এই ব্যাটসম্যানকে নিয়ে আশাবাদী কিউই কোচও। তিনি বলেছেন,
'উইল গত দুটি টেস্ট সিরিজে আমাদের স্কোয়াডে রয়েছে ব্যাটিংয়ের ব্যাক আপ হিসেবে। সে ঘরোয়া ক্রিকেটে দারুণ কিছু পারফর্মেন্স করেছে এবং নিউজিল্যান্ড 'এ' দলের হয়েও।'
এদিকে হালকা ইনজুরিতে আছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান বিজে ওয়াটলিং। বেসিন রিজার্ভে পঞ্চম দিন মাঠে নামার আগে অনুশীলনে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছিলেন এই কিউই। এরপর শেষ দিন আর মাঠে নামেননি তিনি। ওয়াটলিংয়ের ইনজুরি আপডেট নিয়ে স্টিডের বক্তব্য,
'বিজে ওয়াটলিংয়ের বাঁ হ্যামস্ট্রিংয়ে হালকা ইনজুরি রয়েছে এবং আমরা মনে করেছি যে আজ তাঁকে না খেলানোটা ভালো সিদ্ধান্ত হবে। তৃতীয় টেস্টে ফিট হয়ে খেলার জন্য এটি তাঁকে সাহায্য করবে।'