তবুও উইলিয়ামসনের প্রশংসা পাচ্ছে বাংলাদেশ
ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে ইনিংস ব্যবধানে পরাজিত হওয়ার পরও প্রতিপক্ষ দলের অধিনায়ক কেন উইলিয়ামসনের প্রশংসায় সিক্ত হয়েছেন বাংলাদেশের বোলাররা।
প্রথম ইনিংসে শুরুতে ব্যাটিং করতে নেমে মাত্র ২১১ রানে অলআউট হয়ে গিয়েছিলো বাংলাদেশ। এরপর খেলতে নেমে মাত্র ৮ রানের মাথায় ২ উইকেট হারাতে হয় নিউজিল্যান্ডকে।

ফলে কিছুটা চাপে থেকেই তৃতীয় দিনের খেলা শেষ করেছিলো স্বাগতিকরা। কিউই দলপতির মতে এবাদত, মুস্তাফিজ, রাহিরা ভাগ্যের ওপর খুব বেশি নির্ভর না করে ভালো বোলিং করার প্রতি গুরুত্ব দিয়েছিলেন।
ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উইলিয়ামসন বলেছেন, 'প্রথম দিনের (তৃতীয়) পর আমরা কিছুটা চাপে ছিলাম। আমার মতে বাংলাদেশ প্রথম উইকেটে ভালো বোলিং করেছে। তারা ভাগ্যের ওপর খুব বেশি নির্ভর করেনি।'
নিজেদের পারফর্মেন্সেও দারুণ খুশি প্রথম টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান। বৃষ্টির কারণে তিন দিনে নেমে আসা এই টেস্টে দ্রুত রান তোলাটা উদ্দেশ্য ছিলো ব্যাটসম্যানদের জানিয়ে উইলিয়ামসন বলেছেন,
'অসাধারণ পারফর্মেন্স। আমাদের দ্রুত রান করতে হতো জয়ের সম্ভাবনা বজায় রাখার জন্য। ভালো ক্রিকেট খেলাটাই আমাদের উদ্দেশ্য ছিলো।'
উল্লেখ্য সিরিজের তৃতীয় এবং শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে আগামী ১৬ই মার্চে ক্রাইস্টচার্চের হেগলি ওভালে। বাংলাদেশ সময় ভোর ৪টায় মাঠে গড়াবে এই ম্যাচটি। এখন পর্যন্ত সফরের এক ম্যাচেও জয়ের দেখা না পাওয়া বাংলাদেশ শেষ ম্যাচে ভালো কিছু করার আশা নিয়ে মাঠে নামবে।