সিরিজের শেষ ম্যাচে রাতে মাঠে নামছে ইংল্যান্ড-উইন্ডিজ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
তিন ম্যাচ সিরিজের শেষ টি-টুয়েন্টি ম্যাচে সোমবার মাঠে নামছে উইন্ডিজ ও ইংল্যান্ড। সিরিজের প্রথম দুই ম্যাচে জিতে ইতিমধ্যে সিরিজ নিশ্চিত করেছে সফরকারী ইংল্যান্ড দল।
সিরিজের শেষ ম্যাচ জিতে উইন্ডিজকে হোয়াইটওয়াশ করাই লক্ষ্য ইংলিশদের। অন্যদিকে অন্তত শেষ ম্যাচে জয় দিয়ে শেষ করতে চাইবে উইন্ডিজ। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
সিরিজের প্রথম ম্যাচে উইন্ডিজকে ৪ উইকেটের ব্যবধানে হারিয়েছিল ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচে জয়ের ব্যবধানটা ১৩৭ রানের। এই ম্যাচে ইংল্যান্ডের দেয়া ১৮৩ রানের লক্ষ্যে খেলতে নেমেছিল উইন্ডিজ।

তবে তারা অল আউট হয়ে যায় মাত্র ৪৫ রানে। সিরিজের শেষ ম্যাচে উইন্ডিজ ব্যাটসম্যানদের রানে ফেরাই হবে মূল লক্ষ্য। এদিকে, ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন ইংল্যান্ড দলের রুট, স্যাম বিলিংস ও জনি বেয়ারস্টোরা।
শেষ ম্যাচে বোলাররাও নিজেদের সেরা পারফর্মেন্স দেখিয়েছেন। ফলে নির্ভার হয়েই মাঠে নামবে ইংল্যান্ড। অন্যদিকে চলতি সিরিজে ব্যাট হাতে ফর্মে নেই উইন্ডিজ দলের টপ অর্ডার। দুই ম্যাচেই ব্যর্থ হয়েছেন তারা।
বোলিং ডিপার্টমেন্ট নিয়ে কিছুটা নিশ্চিন্ত উইন্ডিজ দল। শেলডন কটরেল ও ফ্যাবিয়ান অ্যালেনরা দুর্দান্ত বোলিং করেছেন দুই ম্যাচেই। ফলে তাদের ঘিরেই সিরিজের শেষ ম্যাচে জয়ের স্বপ্ন দেখছে উইন্ডিজ।
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশঃ অ্যালেক্স হেলস, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), জো রুট, ইয়ন মরগ্যান (অধিনায়ক), জো ডেনলি, স্যাম বিলিংস, ডেভিড উইলি, টম কুরান, লিয়াম প্লাঙ্কেট, ক্রিস জর্ডান, আদিল রশিদ।
উইন্ডিজ সম্ভাব্য একাদশঃ শাই হোপ (উইকেটরক্ষক), ক্রিস গেইল, শিমরন হ্যাটমায়ার, ড্যারেন ব্রাভো, নিকোলাস পুরান, কার্লোস ব্রাথওয়েট, ফ্যাবিয়ান অ্যালেন, জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, ওশেন থমাস, শেলডন কটরেল।