promotional_ad

শরীর তাক করা বোলিং করে লজ্জিত নন ওয়েগনার

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


হ্যামিল্টন টেস্টের পর ওয়েলিংটন টেস্টেও বাউন্সার থিউরিতে সাফল্য পেয়েছেন বাঁহাতি পেসার নিল ওয়েগনার। তবে ক্রমাগত ব্যাটসম্যানের শরীর তাক করা বাউন্সার দিয়ে ব্যাটসম্যানদের মানসিকভাবে নড়বড়ে করে তোলা এবং উইকেট আদায় করে দেয়ার কারণে সমালোচনার মুখেও পড়তে হচ্ছে ওয়েগনারকে। 


যদিও সমালোচনায় কান দিতে রাজি না এই কিউই পেসার। ট্রেন্ট বোল্ট, টিম সাউদির সুইং বোলিংয়ের সাথে ওয়েগনারের শর্ট পিচ বোলিংয়ের মিশেলে নিউজিল্যান্ড দল টেস্ট ক্রিকেটে সাফল্য পেয়ে আসছে। দলের জন্য কার্যকর এই দায়িত্ব পালন করতে বরং গর্ব করেন তিনি। 



promotional_ad

ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিন শেষে তিনি বলেছেন, 'আমি চিন্তা করি না এইসব নিয়ে। আমাকে দায়িত্ব দেয়া হয়েছে দল থেকে। আমি দলের জন্য সেই দায়িত্ব পালন করে যাব। আমি যেভাবেই পারি দলের জন্য আমার সামর্থ্যের সবটুকু দিয়ে দিতে চেষ্টা করব।'


ওয়েগনার ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিন ১৩ ওভার বল করে ২৮ রান খরচায় ৪ উইকেট তুলে নিয়ে বাংলাদেশ মিডেল অর্ডারে ধস নামান। সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। ২১১ রানে অল আউট হয়েছে সফরকারীরা।


বাংলাদেশ দল নিউজিল্যান্ডের পেস বোলিংয়ের বিপক্ষে আগ্রাসী ব্যাটিং করে রান তোলার চেষ্টা করে আসছে। হ্যামিল্টন টেস্টের দুই ইনিংসের পর ওয়েলিংটনেও বাংলাদেশি ব্যাটসম্যানদের মানসিকতা ছিল আক্রমণাত্মক। দ্রুত উইকেট হারালেও রানের পেছনে ছুটার চেষ্টা করেছে বাংলাদেশ। বাংলাদেশের আক্রমণাত্মক মনোভাব নিয়ে ওয়েগনার বলেছেন,



'পুরো সিরিজ জুড়েই ওরা আক্রমণাত্মক ব্যাটিং করেছে। ভাগ্যও তাদের পক্ষে গিয়েছে কারণ এভাবে ব্যাট করলে যা হয়, কিছু বল ব্যাটের পাশ ছুঁয়ে স্লিপের ওপর দিয়ে গিয়েছে। 


'কিছু গালি অঞ্চল দিয়ে গিয়েছে। অন্য দিন হয়তো সেগুলো ক্যাচে পরিনত হতে পারত। আমরা এইদিক থেকে কিছুটা দুর্ভাগা। এভাবে খেললে কিছু রান হবে কিন্তু দিন শেষে আমরা ভালো ভাবেই ম্যাচে ফিরেছ।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball