promotional_ad

দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

ছবি- বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে দুটি পরিবর্তন নিয়ে খেলতে নামছে সফরকারী বাংলাদেশ। বেসিন রিজার্ভে অনুষ্ঠিত এই ম্যাচে টাইগারদের একাদশে মেহেদি হাসান মিরাজের পরিবর্তে তাইজুল ইসলামের অন্তর্ভুক্তি ঘটেছে।


অপরদিকে খালেদ আহমেদের বদলী হিসেবে দলে এসেছে মুস্তাফিজুর রহমান। তবে পুরোপুরি সুস্থ না হওয়ার কারণে এই টেস্টেও খেলা হচ্ছে না মুশফুকির রহিমের। এছাড়াও কিউইদের একাদশে এসেছে একটি পরিবর্তন। প্রথম টেস্টে খেলা টড অ্যাস্টেলের পরিবর্তে এই ম্যাচে খেলছেন ম্যাট হেনরি। 


এদিকে এরই মধ্যে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উলিয়ামসন। তবে বেসিন রিজার্ভের সবুজ উইকেটে শুরুতে ব্যাটিং করাটা বাংলাদেশের জন্য যে বেশ কঠিন হবে সেটি বলাই বাহুল্য। 



promotional_ad

উল্লেখ্য এর আগে বেসিন রিজার্ভে অনুষ্ঠিতব্য এই টেস্টের প্রথম দুই দিনই গিয়েছে বৃষ্টির পেটে। ভারী বর্ষণ অব্যাহত থাকার কারণে মাঠেই আসতে পারেনি খেলোয়াড়েরা। তবে আজ টেস্টের তৃতীয় দিন বেসিন রিজার্ভের আবহাওয়া কিছুটা ভালো হওয়ায় কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে।  


বাংলাদেশ একাদশঃ


তামিম ইকবাল, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন।


নিউজিল্যান্ড একাদশঃ



কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম লাথাম, জিত রা‍ভাল, রস টেইলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং (উইকেটকিপার), কলিন ডি গ্র্যান্ডহোম, ম্যাট হেনরি, টিম সাউদি, নেইল ওয়েগনার, ট্রেন্ট বোল্ট।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball