টসে হারলো বাংলাদেশ

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টানা দুটি দিন বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার পর অবশেষে আজ মাঠে গড়াতে যাচ্ছে ওয়েলিংটন টেস্ট। আর বাংলাদেশের বিপক্ষে এরই মধ্যে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।
এর আগে বেসিন রিজার্ভে অনুষ্ঠিতব্য এই টেস্টের প্রথম দুই দিনই গিয়েছে বৃষ্টির পেটে। ভারী বর্ষণ অব্যাহত থাকার কারণে মাঠেই আসতে পারেনি খেলোয়াড়েরা। তবে আজ টেস্টের তৃতীয় দিন বেসিন রিজার্ভের আবহাওয়া কিছুটা ভালো হওয়ায় কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে।

উল্লেখ্য স্বাগতিক কিউইদের বিপক্ষে হ্যামিল্টনের সেডন পার্কে অনুষ্ঠিত প্রথম টেস্টে ইনিংস এবং ৫২ রানে পরাজিত হয়েছিলো সফরকারী বাংলাদেশ। সুতরাং সিরিজে ফিরে আসার লড়াই হিসেবে দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও এই মাঠে সুখস্মৃতি নেই বাংলাদেশ দলের। এখানে মোট তিনবার কিউইদের বিপক্ষে টেস্ট খেলেছে বাংলাদেশ। কিন্তু প্রতিবারই বড় ব্যবধানে হারতে হয়েছে তাদের।
বাংলাদেশ স্কোয়াডঃ
তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, মমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাশ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, আবু জায়েদ রাহী ও সাদমান ইসলাম।
নিউজিল্যান্ড স্কোয়াডঃ
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম লাথাম, জিত রাভাল, রস টেইলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং (উইকেটকিপার), কলিন ডি গ্র্যান্ডহোম, টড অ্যাস্টল, টিম সাউদি, নেইল ওয়েগনার, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি, উইল ইয়াং।