promotional_ad

তৃতীয় দিনে বৃষ্টির আভাস নেই ওয়েলিংটন টেস্টে

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ওয়েলিংটন টেস্টের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও টস করতে নামতে পারেনি বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল। গত দুইদিনে একটি বলও মাঠে গড়ায়নি। প্রথম দুই দিনের খেলাই পরিত্যক্ত হয়েছে।


তবে আশার কথা ওয়েলিংটন টেস্টে?? তৃতীয় দিনে আকাশ পরিস্কার থাকবে বলেই জানা গেছে আবহাওয়া বার্তা থেকে। ফলে ধরে নেয়াই যাচ্ছে তৃতীয় দিনে আর বাগড়া দিবে না বৃষ্টি।



promotional_ad

প্রথম দুই দিন বৃষ্টির গর্ভে যাওয়ার পর তৃতীয় দিনে হয়তো টস করার সুযোগ পাবেন দুই দলের অধিনায়ক। প্রথম দুই দিনের খেলা পরিত্যক্ত হওয়ায় তৃতীয় দিনে নির্ধারিত সময় থেকে আধা ঘন্টা আগে শুরু হবে ম্যাচটি।


শনিবার ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনে স্থানীয় সময় বিকেল পৌনে চারটায় শেষ বারের মতো বেসিন রিজার্ভের মাঠ পরিদর্শনে যান আম্পায়াররা। সেই সময়ও আকাশের অবস্থা খুব বেশি ভালো ছিল না।


আকাশ ছিল মেঘাচ্ছন্ন ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল। ফলে দ্বিতীয় দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন আম্পায়াররা। টানা বৃষ্টির ফলে মাঠের আউটফিল্ড ভেজা ও খেলার অনুপযুক্ত হয়ে পড়েছিল।



মাঠের বেশ কিছু জায়গায় পানি জমেছিল। বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার মাঠে নেমে একসময় গা গরমও করে নিয়েছেন। তবে শেষমেশ মাঠে নামা হয়নি তাদের।


প্রথম দুই দিনের খেলা পরিত্যক্ত হওয়ায় ম্যাচটি রূপ নিয়েছেন তিন দিনের ম্যাচের। ওয়েলিংটনের সবুজ উইকেটে দুই দলের লড়াই দেখার অপেক্ষায় রয়েছে সবাই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball