promotional_ad

এখনও জনপ্রিয়তার শীর্ষে টেস্ট ক্রিকেটঃ এমসিসি

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অনেকেই মনে করেন টেস্ট ক্রিকেট মরে যাচ্ছে। তবে,শনিবার মেরিলবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) একটি জরিপের ফলাফল প্রকাশ করেছে। যেখানে ৮৬ শতাংশ সমর্থক জানিয়েছেন তারা টেস্ট ক্রিকেট দেখতে পছন্দ করেন, সীমিত ওভারের সংস্করণের তুলনায়।


এই জরিপের বিষয় ছিল টেস্ট এবং সীমিত ওভারের ক্রিকেটের জনপ্রিয়তা মূল্যায়ন। এমসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ১০০টি দেশের ১৩ হাজার মানুষ অংশ নিয়েছে এই জরিপে।


তাদের ৮৬ শতাংশই জানিয়েছেন তাদের পছন্দের শীর্ষে আছে টেস্ট ক্রিকেট। এরপর যথাক্রমে ওয়ানডে, টি-টুয়েন্টি ও ঘরোয়া টি-টুয়েন্টি। এদিকে, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি মনে করে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফরম্যাট টি-টুয়েন্টি।


অবশ্য, গত বছরই এমন একটি জরিপ চালিয়েছিল আইসিসি। সেখানে অংশ নিয়েছিল প্রায় ১৯ হাজার ক্রিকেট ভক্ত। তাদের ৭০ শতাংশই টেস্ট ক্রিকেটকে সমর্থন করেছিল। 



promotional_ad

এমসিসির জরিপ থেকে বেশ কিছু মতামত বেরিয়ে এসেছে। যেগুলোর উপর গুরুত্বারোপ করেছেন তারা। অনেক ভক্তই মনে করেন টিকেটের খরচ কমালে এবং এর সহজলভ্যতা নিশ্চিত করলে আরও বেশি দর্শক পাবে টেস্ট ক্রিকেট।


তাছাড়া, একাংশ মনে করেন বিনা খরচে টেস্ট ক্রিকেট টিভিতে সম্প্রচার করলে এই ফরম্যাটের দর্শক বাড়বে। টেস্ট ক্রিকেটে অর্ধ দিনের টিকেটের ব্যবস্থা করলে মানুষ তাদের পরিবার নিয়ে টেস্ট ক্রিকেট দেখতে উৎসাহিত হবে বলেও মনে করেন অনেকে।


শ্রীলঙ্কা দলের সাবেক অধিনায়ক ও এমসিসির সদস্য কুমারা সাঙ্গাকারা জানিয়েছেন, তিনি জরিপের এই ফলাফলে অবাক হননি। তিনি মনে করেন এটা দারুণ একটি সুযোগ ও দায়িত্ব দীর্ঘ ফরম্যাটের এই ক্রিকেটের ভবিষ্যৎ নির্ধারণের জন্য।


'এটি একটি সত্যিকারের সুযোগ ও দায়িত্ব আমাদের সবার জন্য, দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটের ভবিষ্যৎ ঠিক করার জন্য।'


এদিকে, ইংল্যান্ড দলের সাবেক অধিনায়ক ও এমসিসির সভাপতি মাইক গ্যাটিং দুই তারকা ক্রিকেটার ভিরাট কোহলি এবং ফাফ ডু প্লেসিসের উদাহরণ টেনে বলেছেন টেস্ট ক্রিকেট এখনও সবচেয়ে জনপ্রিয় ফরম্যাট।



'ভিরাট (কোহলি) টেস্ট ক্রিকেটকে খেলাধুলার মধ্যে শীর্ষে রাখার প্রতিশ্রুতি প্রকাশ করেছে, যখন শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকাকে ১ উইকেটের ব্যবধানে হারিয়েছে, ফাফ (ডু প্লেসিস) বলেছে, টেস্ট ক্রিকেট এখনও সবচেয়ে জনপ্রিয় ফরম্যাট, এটা প্রমাণিত।'


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball