সবুজ উইকেটে ইতিবাচক থাকাই অস্ত্র বাংলদেশের

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে দ্বিতীয় দিনেও একটি বল মাঠে গড়ায়নি। এমনকি টসও অনুষ্ঠিত হয়নি। খেলা না শুরু হলেও ওয়েলিংটনের উইকেট যে সবুজ ঘাসের হতে যাচ্ছে তা প্রায় সবারই জানা।
এমন উইকেটে ইতিবাচক থেকে ব্যাটিং ও বোলিং করাকেই অস্ত্র বানাচ্ছে বাংলাদেশ দল। এই উইকেটে খেলা তামিম ইকবাল দলের প্রধাণ কোচ স্টিভ রোডসকে জানিয়েছেন গতবারের মতোই উইকেট থাকবে এবার। রোডস সংবাদ মাধ্যমকে বলেছেন,

'আমি মনে করি তামিম বুঝতে পেরেছে যে উইকেট গতবারের মতোই থাকছে এবং যারা প্রথমবারের মতো এখানে খেলছে তাঁদেরকে আমি যে বার্তাটা দিতে চাচ্ছি সেটি হলো সবাইকে দিতে চাচ্ছি সেটি হলো সবাইকে ইতিবাচক থাকতে হবে রান করার ক্ষেত্রে এবং উইকেট নেয়ার ক্ষেত্রে।'
ওয়েলিংটনে যে সবুজ উইকেট হবে সেটা বাংলাদেশ দল আগেই জানত। সেই সঙ্গে অভিজ্ঞ তামিম-মুশফিকদের কল্যাণে এই উইকেট আগে কেমন ছিল সেই ধারণাও পেয়ে গেছে বাংলাদেশ দল।
সেই ধারণাকে পুঁজি করেই নিজেদের তৈরি করছে বাংলাদেশ। ওয়েলিংটন টেস্টের প্রথম দুই দিন বৃষ্টিতে ভেসে যাওয়ায়, এখন ম্যাচটি তিনদিনের ম্যাচে রূপ নিয়েছে। এমন সবুজ উইকেটে ব্যাটসম্যানদের বেশি কিছু করার সুযোগ না থাকলেও টাইগার কোচ রোডস আশাবাদী।
'উইকেট অনেক বেশি সবুজ। আমরা জানতাম যে এটি বেশ সবুজ হবে। আমরা বেশ ভালোভাবেই জানি যে এটি পূর্বে কেমন ছিলো। আমাদের দলে এমন কয়েকজন আছে যারা এর আগেও এখানে খেলেছে। তাঁরা আমাকে বলেছে তখনকার মতোই উইকেট রয়েছে।'