শাইনপুকুরকে উড়িয়ে দিলো দোলেশ্বর

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) চতুর্থ ম্যাচে আজ ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।
এই ম্যাচে শুরুতে ব্যাটিং করে দোলেশ্বরের সামনে মাত্র ১৭৬ রানের লক্ষ্য ছুঁড়ে দিতে সক্ষম হয়েছিলো আফিফ হোসেন ধ্রুবর নেতৃত্বাধীন শাইনপুকুর। সেই লক্ষ্যে খেলতে নেমে সাইফ হাসান এবং ফরহাদ হোসেনের জোড়া হাফসেঞ্চুরিতে ৩৮ বল হাতে রেখেই সহজ জয় তুলে নেয় ফরহাদ রেজার প্রাইম দোলেশ্বর।
১৩২ বলে অপরাজিত ৮৩ রানের দারুণ একটি ইনিংস খেলেছেন ওপেনার সাইফ। আর তাঁর সঙ্গী হিসেবে ৯১ বলে ৬৬ রানে অপরাজিত ছিলেন ফরহাদ। এছাড়াও আরেক ওপেনার সৈকতের ব্যাট থেকে এসেছে ২৩ রান। শাইনপুকুরের পক্ষে একমাত্র উইকেটটি শিকার করেছেন সোহরাওয়ার্দি শুভ।

এর আগে এই ম্যাচের শুরুতে টসে জিতে শাইনপুকুরকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন প্রাইম দোলেশ্বরের অধিনায়ক ফরহাদ রেজা। পরবর্তীতে ব্যাটিং করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শাইনপুকুর।
দলটির পক্ষে লোয়ার অর্ডার ব্যাটসম্যান দেলোয়ার হোসেন ছিলেন ব্যাট হাতে সবথেকে সফল। ৪০ রানে অপরাজিত ছিলেন তিনি। এছাড়াও তৌহিদ হৃদয় ৩৩ এবং সাব্বির হোসেন ৩১ রান করতে সক্ষম হন। আর ধীমান ঘোষের ব্যাট থেকে এসেছে ২৪ রান।
মূলত শাইনপুকুরকে এত অল্প রানে বেঁধে ফেলার পেছনে মূল কৃতিত্ব ছিলো ফরহাদ রেজা এবং আরাফাত সানির। দোলেশ্বর অধিনায়ক রেজা ৩২ রানে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেছেন। অপরদিকে স্পিনার সানি ৩১ রান খরচায় নিয়েছেন ২টি উইকেট। এছাড়াও একটি করে উইকেট পেয়েছেন মাহমুদুল হাসান এবং এনামুল হক জুনিয়র।
সংক্ষিপ্ত স্কোরঃ
শাইনপুকুর ক্রিকেট ক্লাবঃ ১৭৫/১০ (৪৭.১ ওভার) (দেলোয়ার-৪০*, সাব্বির- ৩১; রেজা- ৩/৩২, সানি-২/৩১)
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবঃ ১৭৬/১ (৪৩.৪ ওভার) (সাইফ-৫২*, ফরহাদ- ৩২*; শুভ-১/১৮)