promotional_ad

খেলার জন্য প্রস্তুত হচ্ছে বেসিন রিজার্ভ

ছবি-সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অবশেষে ওয়েলিংটনে থেমেছে বৃষ্টি। ইতিমধ্যে দ্বিতীয় দিনের দেড় সেশনের মতো সময় অতিবাহিত হয়ে গেছে। অবশ্য এখনও মাঠ শুষ্ক করার কাজ চলছে বেসিন রিজার্ভে।


তবে উইকেট থেকে তুলে নেয়া হয়েছে কার্পেটগুলো। খেলা শুরু করার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন ওয়েলিংটনের মাঠ পরিচর্যা কর্মীরা।



promotional_ad

বৃষ্টি বাধায় এখনও টস সম্পন্ন হয় বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের। প্রথম দিন বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল খেলা। সে দিনও টস হয়নি ম্যাচের।


এদিকে কিউইদের বিপক্ষে হ্যামিল্টনে সিরিজের প্রথম টেস্টে ইনিংস এবং ৫২ রানে পরাজিত হয়ে সিরিজে ১-০ তে পিছিয়ে আছে বাংলাদেশ। সিরিজে ফিরে আসার লড়াই হিসেবে দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।


তবে এই মাঠে সুখস্মৃতি নেই বাংলাদেশ দলের। এই মাঠে মোট তিনবার কিউইদের বিপক্ষে টেস্ট খেলেছে বাংলাদেশ। কিন্তু একবারও জয়ের মুখ দেখেনি টাইগাররা। এমনকি ড্র করার সৌভাগ্যও হয়নি তাদের।



বাংলাদেশ স্কোয়াডঃ তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, মমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাশ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, আবু জায়েদ রাহী ও সাদমান ইসলাম।


নিউজিল্যান্ড স্কোয়াডঃ কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম লাথাম, জিত রা‍ভাল, রস টেলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং (উইকেটকিপার), কলিন ডি গ্র্যান্ডহোম, টড অ্যাস্টল, টিম সাউদি, নেইল ওয়েগনার, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি, উইল ইয়াং।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball