promotional_ad

পিএসএল দেখতে যাবে বিসিবির নিরাপত্তা দল

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


নিরাপত্তা পরিদর্শন করতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা বিশেষজ্ঞ দল। সম্প্রতি সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে এই তথ্য জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি এহসান মানি।


শুধু বাংলাদেশ নয় অস্ট্রেলিয়াও তাদের নিরাপত্তা বিশেষজ্ঞ পাঠাচ্ছে। দুই দেশের নিরাপত্তা বিশেষজ্ঞরা করাচিতে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ৯-১৭ মার্চের পিএসএল ম্যাচগুলো সরাসরি উপভোগ করবেন।



promotional_ad

'হ্যাঁ, ক্রিকেট অস্ট্রেলিয়া ও বাংলাদেশের নিরাপত্তা বিশেষজ্ঞরা এখানে এসে দেখবেন আমরা কিভাবে কাজ করছি।'


দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন পাকিস্তান সফর করবেন বলে মনে করেন তিনি। মানি আশা করছেন করাচিতে আয়োজিত ম্যাচগুলো, পাকিস্তান সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারণা পরিবর্তন করবে।


পিএসএলের সূচি অনুযায়ী মোট ৮টি ম্যাচ পাকিস্তানে আয়োজনের কথা ছিল। এর মধ্যে ৫টি করাচি ও ৩টি ম্যাচ লাহোরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিল। তবে চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে লাহোরের সব ম্যাচ করাচিতে স্থানান্তরিত করা হয়েছে।



সংক্ষিপ্ত সময়ের মধ্যে, এই সব ম্যাচ আয়োজনের জন্য তৈরি করাচি। এই কারণে সংশ্লিষ্টদের ধন্যবাদ দিয়েছেন পিসিবি চেয়ারম্যান। তিনি বিশ্বাস করে এখানে ম্যাচগুলো সফল ভাবে আয়োজিত হবে।


'আমরা করাচি প্রশাসন, সিন্ধু সরকার এবং মুখ্যমন্ত্রীর কাছে খুব কৃতজ্ঞ, যারা সংক্ষিপ্ত সময়ের মধ্যে তিন ম্যাচের জন্য ভাল ব্যবস্থা করেছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ম্যাচ সফলভাবে অনুষ্ঠিত হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball