promotional_ad

সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখল অস্ট্রেলিয়া

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


বৃথা গেল বিরাট কোহলির সেঞ্চুরি। ৫ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে ভারতকে ৩২ রানের ব্যবধানে হারিয়ে সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রেখেছে অস্ট্রেলিয়া। অজিদের করা ৩১৩ রানের জবাবে ভারতের ইনিংস গুটিয়ে গেছে ২৮১ রানে। 


প্রথম দুই ম্যাচ জিতে ২-০ তে এগিয়ে ছিল ভারত। এই ম্যাচ জয়ের ফলে ব্যবধান ২-১। বড় লক্ষ্যে খেলতে নেমে দলীয় ২৭ রানের মধ্যেই ভারত তাদের শীর্ষ ৩ ব্যাটসম্যানকে হারায়। ধাওয়ান ফিরেছেন ১ রান করে। রোহিত ১৪ ও রাইডু মাত্র ২ রান করে আউট হয়েছেন।


অবশ্য একপ্রান্ত আগলে রেখেছিলেন কোহলি। চতুর্থ উইকেটে ধোনীকে নিয়ে তিনি যোগ করেছেন ৫৯ রান। ২৬ রান করে ধোনি ফিরে গেলে কেদার যাদবকে নিয়ে আরেকটি জুটি গড়েন কোহলি।


পঞ্চম উইকেটে এই দুজনের জুটি থেকে এসেছে ৮৮ রান। কেদার যাদবও ফিরেছেন ২৬ রান করে। এরপর অধিনায়ককে দারুণ সঙ্গ দিয়েছেন বিজয় শঙ্কর। তাঁর সঙ্গে ৪৫ রানের জুটির পথে বিরাট কোহলি ক্যারিয়ারের ৪১তম সেঞ্চুরি তুলে নিয়েছেন।


কোহলির এই ইনিংস থেমেছে ১২৩ রানে অ্যাডাম জাম্পার বলে বোল্ড হয়ে। শঙ্করের ব্যাট থেকে এসেছে ৩২ রান। এরপর জাদেজা ২৪, মোহাম্মদ শামি ৮ ও কুলদীপ ১০ রান করে ফিরলে আর জয়ের দেখা পাওয়া হয়নি ভারতের।



promotional_ad

অস্ট্রেলিয়ার হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন প্যাট কমিন্স, অ্যাডাম জাম্পা ও ঝাই রিচার্ডসন। ১টি উইকেট গেছে নাথান লায়নের ঝুলিতে।


এই ম্যাচের শুরুতে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় দলপতি ভিরাট কোহলি। টসে হেরে ব্যাটিংয়ে নেমে দুই অজি ওপেনার ফিঞ্চ ও খাজা দুজন ওপেনিং জুটিতে এনে দেন ১৯৩ রান।


নড়বড়ে নব্বইয়ে কাটা পড়েন ফিঞ্চ। তিনি কুলদীপের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হয়েছেন ৯৭ রান করে। ফিঞ্চ ফিরে গেলেও সেঞ্চুরি তুলে নিয়েছেন খাজা। মোহাম্মদ শামির শিকার হয়ে ফেরার আগে তাঁর রান ১০৪।


তিনি ইনিংসটা সাজিয়েছেন ১১টি চার ও ১ ছয়ে। দুই ওপেনার ফিরে যাওয়ার পর ভারতীয় বোলারদের ওপর এ ম্যাচেও ছড়ি ঘোরাতে শুরু করেন গ্লেন ম্যাক্সওয়েল। জাদেজার বলে স্টাম্পড হওয়ার আগে ৩ ছয় আর ৩ চারে ৩১ বলে করেছেন ৪৭ রান।


ম্যাক্সওয়েল ফেরার পর অজিদের রানের চাকা কিছুটা ধীর হয়ে যায়। এরপর মাত্র ৬ রানের মধ্যে ফিরে যান মিডল অর্ডারের দুই ভরসা। ৭ রান করেছেন শন মার্শ আর রানের খাতাই খুলতে পারেননি হ্যান্ডসকম্ব।


শেষ পর্যন্ত স্টইনিস ও ক্যারির অবিচ্ছিন্ন ৫০ রানের জুটিতে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩১৩ রানের পুঁজি পায় অস্ট্রেলিয়া। ১০ ওভারে ৬৪ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন কুলদীপ যাদব।



সংক্ষিপ্ত স্কোরঃ


অস্ট্রেলিয়াঃ ৩১৩/৫ (৫০ ওভার)


(খাজা ১০৪, ফিঞ্চ ৯৩, ম্যাক্সওয়েল ৪৭; কুলদীপ ৩/৬৪)


ভারতঃ ২৮১/১০ (৪৮.২ ওভার)


(কোহলি ১২৩, শঙ্কর ৩২; কমিন ৩/৩৭, রিচার্ডসন ৩/৩৭)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball