বোলারদের দাপটে সিরিজে এগিয়ে গেল আফগানরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ওয়ানডেতে ১০৯ রানের বড় পেয়েছে আফগানিস্তান। আগে ব্যাট করে আফগানিস্তান মাত্র ২২৩ রানেই অল আউট হয়ে গিয়েছিল। জবাবে আইরিশদের তারা গুটিয়ে দিয়েছে ১১৪ রানে।
এই জয়ে ৫ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে আফগানরা। এদিকে, ছোটো লক্ষ্যে খেলতে নেমে ওপেনিংয়ে ৩২ রান যোগ করেছিলেন উইলিয়াম পোর্টারফিল্ড ও পল স্টার্লিং। পোর্টারফিল্ড ব্যক্তিগত ২১ রানে আফতাব আলমের বলে লেগ বিফোরের শিকার হয়ে আউট হয়েছেন।
এরপর রানের খাতা খোলার আগেই মুজিব উর রহমানের বলে কট এন্ড বোল্ড আউট হয়েছেন অ্যান্ড্রু বালবিরনি। পল স্টার্লিংও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। তিনি আউট হয়েছেন ১১ রান করে মুজিবের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে।
চতুর্থ উইকেটে ৩৩ রানের জুটি গড়ে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন কেভিন ও'ব্রায়েন ও সিমি সিং। তবে তাদের জুটি বেশি লম্বা হতে দেননি রশিদ খান। ২০ রান করা সিমি সিংকে ফিরিয়ে এই জুটি ভেঙেছেন তিনি।
কেভিন ২৬ রান করে বোল্ড হয়েছেন আফতাব আলমের বলে। আর কোনো আইরিশ ব্যাটসম্যান দুই অঙ্কে পৌঁছাতে না পারলে দলটির ইনিংস গুটিয়ে যায় ১১৪ রানে। আফগানিস্তানের হয়ে ৪টি উইকেট নিয়েছেন আফতাব আলম।

২টি করে উইকেট গেছে মুজিব উর রহমান ও রশিদ খানের ঝুলিতে। ১টি করে উইকেট ভাগাভাগি করে নিয়েছেন গুলবদন নাইব ও মোহাম্মদ নবী।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি আফগানদের। তারা দলীয় ১৭ রানেই হারায় ওপেনার হযরতউল্লাহ জাজাইকে। তিনি ১৪ রান করে ম্যাকব্রেইনের বলে বোল্ড হন।
দ্রুতই ফিরেছেন আরেক ওপেনার নূর আলী জাদরান। তিনি ৯ রান করে টিম মুরতাঘের শিকার হন। এরপর মিডেল অর্ডারে অধিনায়ক আসগর আফগান ছাড়া আর কেউ দাঁড়াতে পারেননি।
তাঁর ব্যাট থেকে এসেছে ৫৪ রান। তিনি ফিরেছেন রান আউটে কাঁটা পড়ে। তাঁর ফেরার পর দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল আফগানরা। নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছিল। সেখান থেকে দলের হাল ধরেন মোহাম্মদ নবী ও রশিদ খান।
এই দুজনে অষ্টম উইকেটে যোগ করেন ৮৬ রান। নবীর ব্যাট থেকে এসেছে ৬৪ রান আর রশিদ খান আউট হয়েছেন ৫২ রান করে। আর তাতেই লড়াইয়ের পুঁজি পায় আফগানরা। ৩২ রানে ৩ উইকেট নিয়ে আয়ারল্যান্ডের সেরা বোলার ক্যামেরন ডো।
সংক্ষিপ্ত স্কোরঃ
আফগানিস্তানঃ ২২৩/১০ (৪৯.১ ওভার)
(আফগান ৫৪, নবী ৬৪ রশিদ ৫২; ক্যামেরন ৩/৩২)
আয়ারল্যান্ডঃ ১১৪/১০ (৩৫.৩ ওভার)
(সিমি ২০, কেভিন ২৬; আফতাব ৪/২৫)