অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্রামে পাকিস্তানের ৬ ক্রিকেটার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই সিরিজে দলের শীর্ষ ৬ ক্রিকেটারকে বিশ্রামে দেয়া হয়েছে। এই সিরিজে খেলবেন না নিয়মিত অধিনায়ক সরফরাজ আহমেদও।
তাঁর বদলি হিসেবে পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক। তাছাড়া, দীর্ঘদিন পর পাকিস্তান দলে ফিরেছেন ব্যাটসম্যান উমর আকমল ও পেসার জুনায়েদ খান।
আগামী ৩০ মে থেকে শুরু হওয়া বিশ্বকাপের কথা বিবেচনায় খেলোয়াড়দের উপর থেকে চাপ কমানোর লক্ষ্যে শীর্ষ এই ক্রিকেটারদের বিশ্রাম দেয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তান দলের প্রধান নির্বাচক ইনজামাম উল হক।

এদিকে, ১৬ জনের স্কোয়াডে পাকিস্তানের ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন সাদ আলী, মোহাম্মদ আব্বাস ও মোহাম্মদ হাসনাইন। এই সিরিজের দলে নেই মোহাম্মদ হাফিজও।
মূলত ইনজুরি থেকে সেরে না ওঠায় তাকে স্কোয়াডে রাখা হয়নি। তাছাড়া, সরফরাজ আহমেদের সাথে বিশ্রাম দেয়া হয়েছে বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি, ফখর জামান, শাদাব খান এবং হাসান আলীকে।
স্পিনার শাদাব খান না থাকায় পাকিস্তান দলে ডাকা হয়েছে ইয়াসির শাহকে। তিনি সবশেষ ওয়ানডে খেলেছিলেন গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে। ইয়াসির শাহ একসময় পাকিস্তান দলে নিয়মিত ছিলেন।
তবে শাদাব খানের আবির্ভাবের পরই অনিয়মিত হয়ে পড়েন তিনি। শাদাব দুর্দান্ত পারফর্মেন্সে দাপিয়ে বেড়াচ্ছেন তিন ফরম্যাটের ক্রিকেট। উল্লেখ্য, আমাগী ২২ মার্চ শুরু হবে দুই দলের ওয়ানডে সিরিজ।
পাকিস্তান স্কোয়াডঃ শোয়েব মালিক (অধিনায়ক), আবিদ আলী, ফাহিম আশরাফ, হারিস সোহেল, ইমাদ ওয়াসিম, ইমাম উল হক, জুনায়েদ খান, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাসানাইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সাদ আলী, শান মাসুদ, উমর আকমল , উসমান শিনওয়ারী, ইয়াসির শাহ।