শক্তিশালী রুপগঞ্জের প্রতিপক্ষ ব্রাদার্স

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) উদ্বোধনী দিনে মাঠে নামছে লিজেন্ড অফ রুপগঞ্জ এবং ব্রাদার্স ইউনিয়ন। শুক্রবার সকাল নয় টায় সাভারের বিকেএসপির একটি মাঠে লড়বে দুটি দল।
শেষ পাঁচবারের মোকাবেলায় দুই দলই জিতেছে দুটি করে ম্যাচ, পরিত্যক্ত হয়েছে একটি ম্যাচ। তবে এবার দলগতভাবে বেশ শক্তিশালী লিজেন্ড অফ রুপগঞ্জ।
অধিনায়ক নাঈম ইসলামের দলে আছেন মমিনুল হক, জাকের আলি, মোহাম্মদ শহিদ, শাহরিয়ার নাফিস, নাবিল সামাদ, শুভাশিস রয় ও মুক্তার আলির মতো ক্রিকেটার।

এদের মধ্যে প্রায় সবারই আছে জাতীয় দলে খেলার অভিজ্ঞতা। অপরদিকে দল হিসেবে কিছুটা অনভিজ্ঞ ব্রাদার্স ইউনিয়ন। তবে টপ অর্ডার বেশ সমৃদ্ধ দলটির।
মিজানুর রহমান, জুনায়েদ সিদ্দিকি, ফাজলে মাহমুদ রাব্বি, ইয়াসির আলী চৌধুরী রাব্বিদের নিয়ে বেশ আকর্ষণীয় টপ অর্ডার দলটির।
অভিজ্ঞ ক্রিকেটার দলে না থাকার মাশুল দিতে পারে গত আসরে পয়েন্ট টেবিলের দশম স্থানে থাকা ব্রাদার্স। দলের প্রধান দুর্বলতা অনভিজ্ঞ বোলিং লাইনআপ।
লিজেন্ডস অব রূপগঞ্জঃ নাঈম ইসলাম (অধিনায়ক), নাঈম শেখ, আসিফ হাসান, মমিনুল হক, জাকের আলি, মোহাম্মদ শহিদ, শাহরিয়ার নাফিস, নাবিল সামাদ, আসিফ আহমেদ, আজমির আহমেদ, শুভাশিস রয় চৌধুরি, মুক্তার আলি, মিনহাজুর রহমান, সালাউদ্দিন পাপ্পু, মেহেদী মারুফ।
ব্রাদার্স ইউনিয়নঃ ফজলে রাব্বি, মোহাম্মদ শরিফুল্লাহ, নাঈম ইসলাম জুনিয়র, এবাদত হোসেন, হামিদুল ইসলাম হিমেল, আশিকুজ্জামান আশিক, হাবিবুর রহমান জনি, জুনায়েদ সিদ্দিকি, মিজানুর রহমান, ইয়াসির আলি চৌধুরী, মোহাম্মদ শাহজাদা।