টপ অর্ডারই মূল ভরসা ব্রাদার্সের

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
এবারের ঢাকা প্রিমিয়ার লীগ উদ্দেশে তারুণ্য নির্ভর দল গড়েছে ব্রাদার্স ইউনিয়ন। দলে অভিজ্ঞ ক্রিকেটারের সংখ্যা খুবই কম।
তবে টপ অর্ডার বেশ সমৃদ্ধ দলটির। মিজানুর রহমান, জুনায়েদ সিদ্দিকি, ফাজলে মাহমুদ রাব্বি, ইয়াসির আলী চৌধুরী রাব্বিদের নিয়ে বেশ আকর্ষণীয় টপ অর্ডার দলটির।

দলটির অধিনায়ক মোহাম্মদ শরিফুল্লাহ খেলে থাকেন মিডল অর্ডারে। এছাড়া হাবিবুর রহমান জনি, মোহাম্মদ শাহজাদারা আছেন এই দলে।
এবাদত হোসেনের সঙ্গে দলের বোলিং সামলানোর দায়িত্বে থাকবেন হামিদুল ইসলাম, সাখাওয়াত হোসেন, রনি হোসেন ও মেহেদি হাসানরা।
অভিজ্ঞ ক্রিকেটার দলে না থাকার মাশুল দিতে পারে গত আসরে পয়েন্ট টেবিলের দশম স্থানে থাকা দলটি। দলটির মূল চালিকাশক্তি দলের টপ অর্ডার ব্যাটসম্যানরা। আবার দলের দুর্বলতা অনভিজ্ঞ বোলিং লাইনআপ।
ব্রাদার্স ইউনিয়নঃ ফজলে রাব্বি, মোহাম্মদ শরিফুল্লাহ, নাঈম ইসলাম জুনিয়র, এবাদত হোসেন, হামিদুল ইসলাম হিমেল, আশিকুজ্জামান আশিক, হাবিবুর রহমান জনি, জুনায়েদ সিদ্দিকি, মিজানুর রহমান, ইয়াসির আলি চৌধুরী, মোহাম্মদ শাহজাদা।