খেলাঘরে জাতীয় দলের অভিজ্ঞ খেলোয়াড় নেই

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা প্রিমিয়ার লীগে লড়াকু দল হিসেবে বেশ সুনাম আছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির। এবারের আসরেও মাঝারী মানের একটি দল গঠন করেছে তাঁরা।
দলে নেই জাতীয় দলের কোন তারকা ক্রিকেটার। তবুও দলীয় স্পিরিটে বিশ্বাসী খেলাঘর। গত আসরেও মাঝারী মানের দল নিয়েই লড়াই করেছিলো তাঁরা।

সেবার ১১ ম্যাচে সাত জয় নিয়ে গ্রুপ পর্বে তিন নম্বরে থেকে সুপার লীগ নিশ্চিত করেছিলো খেলাঘর। যদিও সুপার লীগে সুবিধা করতে পারেনি দলটি।
এবারও ভালো কিছুরই প্রত্যাশা করবে দলটি। গত আসর থেকে এই আসরে থাকা তিন রিটেইন ক্রিকেটার হলেন রবিউল ইসলাম রাব্বি, মাহিদুল ইসলাম অঙ্কন ও তানভির ইসলাম।
রবিউলের সঙ্গে ওপেনিং জুটি সামলাবেন সাদিকুর রহমানের মতো ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার। এছাড়া মোহাম্মদ নাজিমুদ্দিন, রাফসান আল মাহমুদ, মইনুল ইসলাম সোহেল, মোসাদ্দেক ইফতেখাররা দলটির মিডল অর্ডার সামলাবেন।
দলের বোলিং লাইনআপে আছেন ইরফান হোসেন, রবিউল হক, তানভির ইসলাম ও রিশাদ হোসেনের মতো তরুণ লেগ স্পিনাররা।
খেলাঘর সমাজ কল্যাণ সমিতিঃ সাদিকুর রহমান, মোসাদ্দেক ইফতেখার, রবিউল হক, রিশাদ হোসেন, মইনুল ইসলাম সোহেল, অমিত মজুমদার, মোহাম্মদ মাসুম খান, রাফসান আল মাহমুদ, মোহাম্মদ নাজিমুদ্দিন, আব্দুল হালিম, ইরফান হোসেন, রবিউল ইসলাম রাব্বি, মাহিদুল ইসলাম অঙ্কন (অধিনায়ক ও উইকেটরক্ষক), তানভির ইসলাম।