প্রাইম দোলেশ্বরে পাকিস্তানী অলরাউন্ডার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) অংশ নিতে ঢাকায় এসেছেন পাকিস্তানী অলরাউন্ডার সাদ নাসিম। এবারের ডিপিএলে প্রাইম দোলেশ্বরের হয়ে খেলবেন তিনি।
এবারই প্রথম ঢাকা প্রিমিয়ার লীগে অংশ নিচ্ছেন পাকিস্তান জাতীয় দলের হয়ে তিনটি ওয়ানডে খেলা এই অলরাউন্ডার।
চলতি পাকিস্তান সুপার লীগে (পিএসএল) নাসিমকে ড্রাফট থেকে দলে নেয় নি কোন ফ্র্যাঞ্চাইজি।

পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ৩টি ওয়ানডে এবং ৩টি টি-টুয়েন্টি খেলেছেন সাদ নাসিম। আর লিস্ট 'এ'তে রান করেছেন ৭৬ ম্যাচে ১৯৫৭।
বল হাতেও কার্যকারী ভুমিকা রাখতে সক্ষম নাসিম। ৭৬টি লিস্ট 'এ' ম্যাচে ৬২ উইকেট নিয়েছেন এই লেগ স্পিনার।
পাকিস্তান সুপার লীগে পেশোয়ার জালমির হয়ে খেলেছেন নাসিম। এছাড়া লাহোর লায়ন্স, পাঞ্জাম এবং পাকিস্তান 'এ' দলের হয়ে খেলার অভিজ্ঞতা আছে তাঁর।
সদ্য সমাপ্ত ডিপিএল টি-টুয়েন্টি লীগে রানার্স আপ হয়েছিল প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। তাই পঞ্চাশ ওভারের টুর্নামেন্ট শুরুর আগে নাসিমকে দলে ভিড়িয়ে নিজেদের শক্তি আরেকটু বাড়িয়ে নিল দলটি।
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব স্কোয়াডঃ ফরহাদ রেজা (অধিনায়ক), মার্শাল আইয়ুব, আরাফাত সানি, তাইবুর পারভেজ, সাইফ হাসান, সৈকত আলি, মাহমুদুল হাসান লিমন, আবু জায়েদ চৌধুরী, এনামুল হক জুনিয়র, জসিম উদ্দিন, ফরহাদ হোসেন, আরাফাত সানি জুনিয়র, মানিক খান, আসলাম হোসেন, সাদ নাসিম।