তারুণ্যে ভরসা রূপগঞ্জের

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) গত আসরের সেমি ফাইনালিস্ট লিজেন্ডস অব রূপগঞ্জ। এবারের আসরকে সামনে রেখে শিরোপা জয়ের লক্ষ্যেই শক্তিশালী দল গঠন করেছে রূপগঞ্জ।
আগের আসরে দলটির হয়ে খেলা অলরাউন্ডার নাঈম ইসলামকে দলে রেখে দিয়েছে তারা। সঙ্গে বাঁহাতি অর্থডক্স স্পিনার আসিফ হাসান ও অনূর্ধ্ব-১৯ দলের তারকা ক্রিকেটার নাঈম শেখকে রিটেইন করেছে দলটি।
আর বাকি ক্রিকেটারদের নেয়া হয়েছে প্লেয়ার্স ড্রাফট থেকে। দলে অভিজ্ঞতা সঞ্চারের জন্য আছেন শুভাশিস রায়, মমিনুল হক ও শাহরিয়ার নাফিসের মতো জাতীয় দল মাতানো তারকারা।
টপ অর্ডারে শাহরিয়ার নাফিসের সাথে বড় ভরসা মারকুটে ব্যাটসম্যান মেহেদী মারুফ। উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকের আলী অনিক দলটিতে বড় ভূমিকা পালন করবেন। কদিন আগে শেষ হওয়া বিপিএলের আসরেও তিনি বেশ কয়েকটি দারুণ ইনিংস খেলে নজর কেড়েছেন সবার।

রূপগঞ্জের মিডেল অর্ডার সামাল দেবেন নাঈম ইসলাম, নাবিল সামাদ ও মুক্তার আলীরা। দলটির নেতৃত্ব ভার থাকবে অভিজ্ঞ নাঈম ইসলামের কাঁধেই। পেস আক্রমণে শুভাশিসের সাথে রয়েছেন মোহাম্মদ শহীদ।
দলটিতে রয়েছেন আজমির আহমেদ, সালাউদ্দিন পাপ্পু ও মিনহাজুর রহ???ানের মতো তরুণরা। আজমির পুরোদস্তর ব্যাটসম্যান অন্যদিকে সালাউদ্দিন পাপ্পু উইকেটরক্ষক ব্যাটসম্যান।
এই দুই তরুণের কাছ থেকে ডিপিএলের আসরে ভালো কিছুর প্রত্যাশা থাকবে দলটির। মিনহাজুর কদিন আগেই সংবাদের শিরানাম হয়েছিলেন ইংল্যান্ড যুব দলের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে।
একটি টেস্টে তিনি মাত্র ২৮ রান দিয়ে শিকার করেছিলেন ৬ উইকেট। তাঁর দুর্দান্ত বোলিংয়ে ইংলিশরা নিজেদের দ্বিতীয় ইনিংসে অল আউট হয়ে গিয়েছিল মাত্র ১৫২ রানে।
আর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল জিতেছিল ৮ উইকেটের বড় ব্যবধানে। ফলে বোঝাই দলটিতে অভিজ্ঞ বেশ কয়েকজন ক্রিকেটার থাকলেও তরুণ ক্রিকেটারদের উপরই নির্ভর করছে তাদের দলীয় পারফর্মেন্স।
লিজেন্ডস অব রূপগঞ্জঃ
ধরে রাখা: নাঈম ইসলাম, নাঈম শেখ, আসিফ হাসান
ড্রাফটে নেওয়া: মমিনুল হক, জাকের আলি, মোহাম্মদ শহিদ, শাহরিয়ার নাফিস, নাবিল সামাদ, আসিফ আহমেদ, আজমির আহমেদ, শুভাশিস রায় চৌধুরি, মুক্তার আলি, মিনহাজুর রহমান, সালাউদ্দিন পাপ্পু, মেহেদী মারুফ।