পাকিস্তান দলে ফিরতে আশাবাদী সালমান বাট

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মোহাম্মদ হাফিজের বদলি হিসেবে লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন সালমান বাট। দীর্ঘ বিরতির পর তিনি বড় পরিসরের ক্রিকেটে ফিরেছেন। এবার জাতীয় দলে ফেরার ব্যাপারেও আশাবাদী তিনি।
বাট মনে করেন পিএসএলে যদি পারফর্মেন্স করতে পারেন এবং দলকে জেতাতে পারেন। তাহলে, জাতীয় দলেও ডাক পেতে পারেন তিনি। বুধবার সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে একথা জানিয়েছেন তিনি।

'আমি সত্যিই আশা করি যে যদি ভালো খেলতে পারি এবং দলকে জিততে সাহায্য করতে পারি, তবে এটা স্পষ্ট ভাবে অন্যভাবে কাজে দিবে।'
হাফিজের বদলি হিসেবে পিএসএলে ডাক পেলেও এই তারকা ব্যাটসম্যান তাঁর দ্রুত আরোগ্য কামণা করেছেন। বাট জানিয়েছেন, একজনের বদলি হিসেবে অন্যজন আসবে এটাই স্বাভাবিক। এটার নিয়ন্ত্রণ কারোর হাতে নেই।
'এই জিনিসগুলো সবসময় জীবনে ঘটে। কেউ যায় কেউ আসে। কেউ এটা নিয়ন্ত্রণ করতে পারে না। সে (হাফিজ) দ্রুতই সেরে উঠবে এবং পাকিস্তানের হয়ে ফিরবে।'
জাতীয় দলের হয়ে ফিরতে কঠিন পরিশ্রম চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন বাট। বড় পরিসরের ক্রিকেটে দীর্ঘ দিন ডাক না পেলেও নিজেকে অনুপ্রাণিত করে গেছেন বলে জানালেন তিনি। এরপরই পিএসএলে ডাক এসেছে তাঁর।
'অবশ্যই আমি আমার কঠোর পরিশ্রম চালিয়ে যাবো। এই দীর্ঘ সময়ে নিজেকে কিভাবে অনুপ্রাণিত করা যায় শিখছি এবং দীর্ঘ প্রতিক্ষার পর এই ডাক এসেছে।'